সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

কুমিল্লায় মুজিব বর্ষ ২০২০ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে দেবীদ্বার অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০, ৭.২০ পিএম
  • ৬০৭ বার পড়া হয়েছে

এ আর  আহমেদ হোসাইন
(দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি//

“পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর ” ওই শ্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় কুমিল্লা দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান বিধি মোতাবেক অক্ষুন্ন রাখতে বিদ্যালয় পরিচ্ছন্ন কাজে অংশ গ্রহন করেন।
ওই দিকে গত ২২-০১-২০২০ইং তারিখে জেলা প্রশাসক আবুল ফজল মীর জেলা প্রশাসকের কার্যালয় সন্মেলন কক্ষে বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী(মুজিব বর্ষ) ২০২০ উদযাপন উপলক্ষে “পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর” কার্যক্রম বাস্তবায়নে ২৮ জানুয়ারী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করার আহবান করেন।
জেলা প্রশাসকের নির্দেশ ও উপজেলা প্রশাসনের আহবানে
ওই সময়  স্কুলের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ঝাড়ু হাতে নিয়ে  শ্রেনীকক্ষসহ  বিদ্যালয়ের সামনে দিয়ে বয়ে যাওয়া (এসএ)সরকারি কলেজ রোর্ডের মধ্যে পড়ে থাকা ময়লা- আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্ন করেন।
বিদ্যালয়ের নবাগত  ভাইস প্রিন্সিপাল মোঃ ইয়াকুব আলী ঝাড়ু হাতে নিলে সহকর্মী শিক্ষক ও ছাত্র-ছাত্রী মনের আনন্দে রাস্তায় ঝাড়ু দেন ও রাস্তা পরিচ্ছন্ন করে ঝুড়িতে ময়লা আবর্জনা জমা করেন।
ওই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এ আর আহমেদ হোসাইন,সহকারী সিনিয়র শিক্ষক মোঃ নুরুল ইসলাম, মোঃ মারুফ আহমেদ, মোঃ আতিকুর রহমান মোঃ সুমন, মোঃ নাজিম, মোঃ জাকির হোসেন প্রমুখ।
ওই সময় ভাইস প্রিন্সিপাল মোঃ ইয়াকুব আলী উপস্থিতি ছাত্র-ছাত্রীর উদ্দেশ্য বলেন- দেশ প্রেম ঈমানের অঙ্গ, আমরা পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর রাখতে হলে গ্রাম- শহরে সকলে নৈতিক দ্বায়িত্ব হিসাবে প্রতিটি বাড়িতে ঘরে-ঘরে এই উদ্যোগ জাগিয়ে তুলতে হবে।তখনই মানুষ সুস্থ ও সুন্দর জীবন গঠন করতে সক্ষম হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com