গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের গড়েয়া গোপালপুর রাধা গোপিনাথ ইসকন মন্দিরে গত ২৫শে জানুয়ারী হতে ২৭শে জানুয়ারী ৩ দিন ব্যাপি সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের ইস্কন সম্প্রদায়ের মানুষ জন উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে দীক্ষিত হন এবং ধর্মের নীতি নির্ধারনী বিষয়ে আলোচনা শরন করেন।
উক্ত অনুষ্ঠানে শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ ইসকনের প্রধান আচার্য ও দীক্ষা গুরু ভক্তদের কে দীক্ষা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে লক্ষাধিক লোকের সমাগম হয় বলে গীরিজা নাথ নামে এক ভক্ত জানায়।
এ বিষয়ে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে আসা ভীষ্মদেব রায় প্রভু বলেন আমি ভগবান শ্রীকৃষ্ণ কে ভালোবাসি আমি ভগবান শ্রীকৃষ্ণের সেবক হিসেবে কাজ করি,আমি ভগবানের চরণ তলে আমার জীবন উৎস্বর্গ করে পরকালের শান্তি কামনা করি,তাই তো শ্রী কৃষ্ণের আজ গড়েয়া গোপালপুর ইসকন মন্দিরে এসেছি।
Leave a Reply