এ আর আহমেদ হোসাইন
(দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি//
‘শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের প্রতিযোগীতার পাশাপাশি গুণগত ও মানবিক শিক্ষার্জনের প্রতি জোর দিতে হবে। আমাদের দেশে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষার সার্টিফিকেট নিয়ে বেড়িয়ে আসছেন। কিন্তু দেশের প্রয়োজনে কর্মসংস্থানে যোগ্যতর শিক্ষার্থীর সংখ্যা হাতেগুণা। মানবিক ও মানসম্পন শিক্ষাবিহীন শিক্ষার্থীরা জাতির বোঝা। ’সোমবার সকালে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ মাঠে আয়োজিত ‘মুজিব বর্ষ উদযাপন, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ওই বক্তব্য তুলে ধরেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফিকুর রহমান বাবুলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, আওয়ামী লীগ উপজেলা সাধারন সম্পাদক এ.কে.এম মনিরুজ্জামান মাষ্টার, কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ,কে,এম আলী জিন্নাহ, শিক্ষক নেতা মোসলেহ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাবুল হোসেন রাজু, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, কলেজের প্রভাষক সাইফুল ইসলাম শামীম, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ রুহুল আমিন, আবদুল মান্নান মোল্লা প্রমুখ।
Leave a Reply