সোমবার, ২০ মে ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত ময়মনসিংহের ত্রিশালে বোরোধান- চাউল সংগ্রহের উদ্বোধন নারী ক্রীড়াবিদকে ধর্ষণ ২ জন গ্রেফতার কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল: পররাষ্ট্রমন্ত্রী ঈশ্বরগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী  প্রদীপের আনারসের গণজোয়ার ঢাকা মেডিকেল দুর্ভোগের নাম সার্জারী ওয়ার্ড আনন্দ গুপ্তার হুইল চেয়ার পেয়ে আনন্দে আত্মহারা বৃদ্ধের পরিবার! সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আবারও আগুন! ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ১ জনের মৃত্যু

৩০০ পর্ব পার করলো “স্মৃতির আল্পনা আঁকি”

  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২, ৩.০৭ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ টেলিভিশন এর ইতিহাসে বাংলাদেশে খুব কম সংখ্যক ধারাবাহিক নাটক রয়েছে যা ৩০০ তম পর্বের মাইলফলক স্পর্শ করেছে । কিছু সংখ্যক নাটক ৩০০ তম পর্ব পার করলেও দুঃখজনক ভাবে কমেছে তার জনপ্রিয়তা । হারিয়েছে গল্পের উৎকর্ষতা এবং নির্মাণ শৈলী । কিন্তু ” স্মৃতির আল্পনা আঁকি ” নাটকের ক্ষেত্রে এর বাতিক্রম ঘটেছে । ভালো নির্মাণশৈলী এবং গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে তাদের লক্ষে । ড মাহফুজুর রহমান এর উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন মাসুদুল হাসান শাওন ,অর্ক মোশ্তফা, এবং পরিচালক মুরাদ পারভেজ। এটি এন বাংলায় প্রতিদিন রবি,সোম, মঙ্গল, বুধবার ও বৃহস্পতিবার রাত ৮ টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে।

এক ঝাঁক তরুণ অভিনেতা অভিনেত্রী নিয়ে চলছে নাটকের কাজ । প্রধান চরিত্র নিলয় আলমগগীর এর সঙ্গে আছেন , জে এস হিমি , খালেকুজ্জামান , ওয়াহিদা মল্লিক জলি , প্রাণ রায়, শর্মিলী আহমেদ, শিপন মিত্র, সুস্মি আহসান, আরমান পারভেজ মুরাদ, আইরিন তানি, তৈয়ব তুহিন, অবাক রিয়াদ, রিয়া বর্মণ , এস. এম. মহসিন, কোহিনুর আলম, তাজিন আহমেদ, পাভেল ইসলাম, ম আ সালাম, রবিউল মাহমুদ ইয়াং, লাবণ্য লিজা, তাবাসুম মিথিলা, ফিরোজ তোহা, লাবণ্য, জেরিন তাসমিন অন্তরা, তন্দ্রা শ্রাবণ, কানিজ ফাতেমা কাষেম, হারুনুর রশীদ, আর এ রাহুল, তানভির মাসুদ, রিয়াজ রাজ, মুসা রুবেল, তাজমেরিন ইভানা, মানতাহা ওয়ারদা, মার্জান সুমি, দীপক কর্মকার, মাহমুদ আলম, সানিয়া চৌধুরী লাজুক, প্রাণেশ চৌধুরী, মাহসুদুল মারুফ রহমান, মারিয়া মাইসা, আফরিন রাইসা, জাকারিয়া রাহি, আরিয়া অরিত্রা, শাহাদাত হোসেন সাগর, সুব্রত সাহা, রাজিব মজুমদার, জান্নাতুল তূর্ণা, নাহার লাবণী, এম আই জুয়েল, অঙ্কিত বিপুল, সাগর শেখ, শেখ জ্যোতি, বিজয়, রাসেল, রুদ্র বিপ্লব, শেখ স্বপ্না , ঝুনা চৌধুরী , মিলি মুন্সী, ফারজানা চুমকি, পাপড়ি পায়েল, জেসমিন জারা, নীরব হোসেন, মাধবি লাতা, সাদিকা মালিহা শখ, কামরুল সরকার, তাসনিমা ঐশী, শেখ শপ্না, রিশিতা লাবনি সীমানা, পাপড়ি পায়েল, নিরুপমা নির্ঝর, সোহেল তন্ময়, সাথী মাহমুদ, সানিম নীর, শ্রাবণী খান, নুসরাত স্বপ্না, আদ্রিকা অ্যানি, হোসাইন জীবন, নিশা আলম, মাসুম রেজয়ান, পর্ব পরিচালক জিনাত তামান্না , রিনটু পারভেজ শীর্ষ পরিচালনা মুরাদ পারভেজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com