সোমবার, ২০ মে ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত ময়মনসিংহের ত্রিশালে বোরোধান- চাউল সংগ্রহের উদ্বোধন নারী ক্রীড়াবিদকে ধর্ষণ ২ জন গ্রেফতার কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল: পররাষ্ট্রমন্ত্রী ঈশ্বরগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী  প্রদীপের আনারসের গণজোয়ার ঢাকা মেডিকেল দুর্ভোগের নাম সার্জারী ওয়ার্ড আনন্দ গুপ্তার হুইল চেয়ার পেয়ে আনন্দে আত্মহারা বৃদ্ধের পরিবার! সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আবারও আগুন! ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ১ জনের মৃত্যু

মেলায় এসেছে কবি সৌম্য সালেকের নতুন দুটো বই।

  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ৮.১৪ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ অমর একুশে গ্রন্থমেলায় এসেছে তরুণ কবি ও প্রাবন্ধিক সৌম্য সালেকের নতুন দুটো বই। কবিতাগ্রন্থ ‘পার্কবেঞ্চের কবিতা’ পাওয়া যাচ্ছে কবি প্রকাশনীর ৮১-৮২ স্টলে এবং ভ্রমণকাহিনি ‘মোমের পুতুল মমির দেশে’ পাওয়া যাচ্ছে প্রসিদ্ধ পাবলিশার্সের ৩৭২ নম্বর স্টলে। বই সম্পর্কে লেখকের ভাষ্য: কবিতার বই, `পার্কবেঞ্চের কবিতা।’ পার্কবেঞ্চ সকলের জন্য উন্মুক্ত। এখানে বাধাহীনভাবে সকলে যেমন বসতে পারে, তেমনি গাইতে পড়তে পারে এবং ভাবতে পারে জীবনের বিচিত্র বিষয়। শহরে পার্কে এবং পথের পাশেও পার্কবেঞ্চের শোভাসন আমরা দেখতে পাই। পার্কবেঞ্চে আড্ডা ও নন্দন চর্চার বিচিত্র সংস্কৃতি গড়ে ওঠেছে পৃথিবীর বিভিন্ন দেশে। প্যারিসে পার্কবেঞ্চে বসে শিল্পীরা দিনভর অপেক্ষা করেন কখন উপযুক্ত আলো নিসর্গে নেমে আসবে এবং আলো-ছায়ার সে খেলা শিল্পীরা পটে তুলে নেন তাদের বর্ণশোভায়। পার্কবেঞ্চে বসে আয়েসে-উদাসে জীবনের যে বিচিত্র ভাবের উন্মেষ ঘটে সেসব বিচ্ছিন্ন ভাবনার প্রকল্প, ‘পার্কবেঞ্চের কবিতা’। বইটিতে চল্লিশটি কবিতা রয়েছে, প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর ।

‘মোমের পুতুল মমির দেশে’ মিশর সফরের উপর লেখা ভ্রমণকাহিনি। বইটি সম্পর্কে লেখকের মন্তব্য: সভ্যতার সূতিকাগার মিশরের রয়েছে ৭০০০ বছরের গৌরবময় ইতিহাস। নীলনদের অদূরে গড়ে ওঠা প্রাচীন পৃথিবীর সুউচ্চ শৃঙ্গ পিরামিড, পুরনো ধর্মশালা আর সাড়ে চার হাজার বছর আগের মানুষের অবিকল দেহের মমি মিশরীয় সভ্যতার অন্যতম স্মারক হিসেবে এখনও জাজ্বল্যমান। পৃথিবীতে মানুষের সঙ্ঘবদ্ধ অবস্থান ও বসবাসের সুলুক-সন্ধানের জন্য ইতিহাসবিদ, প্রত্নতাত্তিক, লেখক, গবেষক, পাঠক এবং রহস্য-অনুরাগী পর্যটকের আগ্রহের শীর্ষে আজও মিশর। ইতিহাসের জনক হেরোডোটাস প্রায় আড়াই হাজার বছর আগে মিশর সফর শেষে লিখেছিলেন : ‘যে ব্যক্তি মিশর দেখেছেন, সে অবশ্যই উপলব্ধি করবে যে এটি একটি স্বোপার্জিত দেশ যা নীলনদের দান।’ এ রচনা আরম্ভ হয়েছে নির্ঘুম নগরী কায়রোর রাতের বর্ণনা দিয়ে। তারপর ভ্রমণের সাথে সাথে ঘটনাও ঘুরেছে কায়রো সিটাডেল, আল আজহার, আলমাসা, সালাউদ্দিন আইয়ুবির দুর্গ, কায়রো অপেরা হাউস, আলেকজান্দ্রিয়া লাইব্রেরি, সেরাপিয়াম, বাতিঘর ও কাইতবে দুর্গ, ভূমধ্যসাগর, গিজার মহাপিরামিড, ইজিপ্সিয়ান মিউজিয়াম, ফেস্টিভ্যাল সিটি মল, নীল নদ এবং মরুসাহারার পথে পথে। এখানে বর্ণনার মাঝে নেই তথ্য-উদ্ধৃতির ঘনঘটা বরং সংশ্লিষ্ট নিদর্শনের সংক্ষিপ্ত ইতিবৃত্তের পাশাপাশি বরেণ্য কবিগণের সন্নিষ্ঠ পঙক্তিমালার বাকপ্রবাহ ধারায় রচিত হয়েছে এ সফরনামা। এখানে সীমিত আয়তনে প্রাঞ্জল ভাষায় বস্তুনিষ্ঠ তথ্যে রচনার পাশাপাশি রঙিন ছবি উপস্থাপনায় মিশরের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির নান্দনিক আলেখ্য পরিবেশনার প্রয়াস চালিয়েছি। পর্যটনপ্রিয় লেখক- পাঠকের সমাদর পেলেই এ লেখা সার্থক হবে। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

মেলায় সৌম্য সালেকের আরও কিছু বই রয়েছে তারমধ্যে: সময় প্রকাশনের ৮নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে কবিতাগ্রন্থ ‘পাতাঝরার অর্কেস্ট্রা’ ও প্রবন্ধগ্রন্থ ‘শব্দ চিত্র মত ও মতবাদ’এবং দেশজ প্রকাশনের ৫৪৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে কবিতার বই ‘ঊষা ও গামিনি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com