শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৩ জনের মৃত্যু আগামীকাল আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১২ মে প্রকাশিত হবে বিএনপি নানা ষড়যন্ত্রের মাধ্যমে সরকারকে চাপে ফেলতে গিয়ে নিজেরাই চাপে আছে: সেতুমন্ত্রী সরকার এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে তিউনিসিয়া উপকূলে মারা যাওয়া আট বাাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে সুখের টানে শাকিব খানে তৃতীয় বিয়ে এসো গৌরীপুর গড়ির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বামী-কর্তৃক স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে চট্টগ্রাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৬,এর আদালতে স্ত্রীর মামলা আওয়ামী লীগ চায় না বিএনপি ভেঙে যাক বিএনপির ভেতরে ভাঙনের জন্য দলটির নেতারাই দায়ী :ওবায়দুল কাদের

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ১৬ জন জনের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২, ৯.১৭ পিএম
  • ৪৯৩ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১৬ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৭ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৯ জন। আজ ১৬ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯০ জনের মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় ২৩ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯৫ জন। আগের ২৪ ঘন্টায় ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৯৫১ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে দশমিক ১৮ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৬ দশমিক ৯৫ শতাংশ। আজ তা কমে হয়েছে ৬ দশমিক ৭৭ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩২ লাখ ৬০ হাজার ৫১১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৫২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ২৬ জন। শনাক্তের হার ৭ দশমিক ০৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৭ দশমিক ৩০ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। গতকাল এই জেলায় ১ জন মারা গিয়েছিল।
আজ ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং খুলনা, সিলেট ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে আজ করোনায় কেউ মারা যায়নি।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৫৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জন। সুস্থতার হার ৯১ দশমিক ৪৭ শতাংশ। গতকাল এই হার ছিল ৯১ দশমিক ১১ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com