ইরান ইউক্রেনিয়ান এয়ার লাইন্সের বিমান ভূপতিত করার কারণে সেখানে যে প্রতিবাদ বিক্ষোভ দেখা দেয় তারপর গতকাল ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে রুহানি বলেন যে, এই দুর্ঘটনা সম্পর্কে তথ্য প্রদানে সামরিক বাহিনী যদি বিলম্ব করে থাকে, তা হলে তারা ক্ষমা চেয়ে নিক।
রুহানি এই দুর্ঘটনার পরিপূর্ণ ব্যাখ্যা চান এবং ইরানি সরকার যে ভাবে দেশ পরিচালনা করেন তাতে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথাও বলেন।
রুহানি নির্বাচনী কর্মকর্তাদের ২১ শে ফেব্রুয়ারির নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের অংশ গ্রহণে বাধা দেওয়া থেকে বিরত থাকতে নির্বাচনী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। সব প্রার্থীকে দেশের প্রতি তাদের বিশ্বস্ততা সম্পর্কে একটি সাংবিধানিক নজরদারী ব্যবস্থার অনুমোদন পেতে হবে। রুহানি মন্ত্রী পরিষদের বৈঠকের পর বলেন, জনগণই আমাদের মালিক, আমরা তাদের সেবক।
Leave a Reply