এইচ আর হিরু, গাইবান্ধাঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় টিউবওয়েলের হাতলের কোপে সাবানা বেগম (২৭) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোররাতে কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে গাছাবাড়ী মন্ডলপাড়ায় রোকন মিয়ার দ্বিতীয় স্ত্রী সাবানা বেগমকে নিজ বাড়ীর আঙ্গিনায় রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে তার ছেলে শিতল (১০) চিৎকার করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
লাশটির পাশে টিউবওয়েলের একটি হাতা পরিত্যাক্ত থাকার কারণে প্রাথমিক ধারণা করা হচ্ছে তাকে টিউবওয়েলের হাতা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে ।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)বেলাল হোসেন বলেন, মরদেহের পাশে থেকে টিউবওয়েলের একটি হাতা জব্দ করা হয়েছে। সাবানার লাশ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী চট্টগ্রাম থেকে আসলে মামলা দায়ের হবে বলে জানিয়েছেন নিহতের মা। ঘটনার তদন্ত করা হচ্ছে।কিন্তু এই হত্যা কান্ডের পিছনে কারা জরিত তা পরিষ্কার নয়।কুয়াষার অন্তরালে খুনি না তাকে আরাল করা হয়েছে। এ প্রশ্ন এলাকা বাসির।
Leave a Reply