রবিবার, ১২ মে ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত চার। বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ আম পরিবহনের জন্য চালু হচ্ছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ দেশের বাজারে সোনার দাম আরও বাড়লো প্রতি ভরি ১১৭২৮২ টাকা সরকারের ভিত আছে বিধায়ই পরপর চারবার আমরা রাষ্ট্র ক্ষমতায় :পররাষ্ট্রমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস হয়েছে সাধারণ পরিষদে জিম্বাবুয়েকে ৫ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ আগামীকাল এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ভারতের সাথে শত্রুতা করে বিএনপি দেশের ক্ষতি করেছে : সেতুমন্ত্রী

ক্যালিফোর্নিয়ায় দাবানলে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে

  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ১.৩৪ পিএম
  • ১০৩ বার পড়া হয়েছে

ক্যালিফোর্নিয়ার উপকূলবর্তী এলাকা বিগ সার বরাবর পাহাড়ে শনিবার দমকলকর্মীরা একটি দাবানল নেভানোর চেষ্টা করছিলেন। দাবানলটি ক্যালিফোর্নিয়ার উপকূলের এই বিপজ্জনক অংশটির শত শত বাসিন্দাদের নিরাপদে স্থানে সরে যেতে এবং কর্তৃপক্ষকে সেখানকার প্রধান রাস্তাটি বন্ধ করে দিতে বাধ্য করে।

শুক্রবার রাতে একটি খাড়া গিরিখাতে, আগুনটির সূত্রপাত হয় এবং তা দ্রুত সমুদ্র অভিমুখে ছড়িয়ে পড়ে। ঘন্টায় প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) গতিবেগের জোরালো বাতাস, আগুনের গতি বাড়িয়ে দেয়। ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন-এর মুখপাত্র, সেসিল জুলিয়েট বলেন যে, দাবানলটির ফলে অন্তত ২.৩ বর্গমাইল (৬ বর্গকিলোমিটার) এলাকার ব্রাশ ও রেডউড গাছ পুড়ে যায়।

কারমেল ও বিগ সার-এর মধ্যবর্তী, বিক্ষিপ্ত বসতি এলাকাটির, অন্তত ৫০০ জন বাসিন্দার সাথে যোগাযোগ করে, তাদেরকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যা নাগাদ, কয়েকটি সংস্থা ও স্বেচ্ছাসেবী দলের প্রায় ২৫০ জন দমকলকর্মী, দাবানলের প্রায় ২০% নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। এতে পানি বর্ষণকারী দমকল বিমানও সাহায্য করেছে।

জুলিয়েট বলেন, বাতাস থেমে গিয়েছে এবং সেটিই আমাদের পক্ষে কাজ করেছে।

কর্তৃপক্ষ হাইওয়ে ওয়ান-এর একটি অংশ বন্ধ করে দিয়েছে। সেটি খোলার আনুমানিক কোন সময়ও জানানো হয়নি। বিগ সার-এর এই দুই লেন হাইওয়েটি, দাবানলের কারণে প্রায়ই বন্ধ হয়ে যায়। ভারী বর্ষণে ভুমিধসের কারণে, ২০১৭ সালে রাস্তাটির একটি অংশ ধ্বসে পড়েছিল।

সোনোমা কাউন্টির গিজার পিক-এ, দমকলকর্মীরা ৫ একর এলাকা জুড়ে থাকা একটি আগুন নেভাতে সক্ষম হয়েছেন। সেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় ৯০ মাইল (১৪৫ কিলোমিটার) পর্যন্ত উঠে যায়। সিয়েরা নেভাডায়, কার্কউড পাহাড়ী রিসোর্টের চূড়ার কাছে, বাতাসের বেগ ঘন্টায় ১৪১ মাইল (২২৬ কিলোমিটার) পর্যন্ত উঠে। এর ফলে কয়েকটি স্কি লিফট বন্ধ করে দিতে হয়। আগুনটির কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com