দিলীপ কুমার দাস (ময়মনসিংহ জেলা প্রতিনিধি) : ময়মনসিংহের গৌরীপুরে আসন্ন ২৬ ডিসেম্বর রবিবার ৬নং বোকাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে (মোরগ প্রতীকের) মেম্বার পদপ্রার্থী আজিজুল হক বিগত ৩ বারের সফল মেম্বার। পুরো ইউনিয়নে রয়েছে তার নাম ডাক। এই ইউনিয়নের সকল ইউপি সদস্যগণের চেয়ে, তিনি সিনিয়র ব্যক্তি এবং মেম্বারী দায়িত্ব সর্ম্পকে তিনি যথেষ্ট অভিজ্ঞতা রাখেন বলেই উপযুক্ত লোক হিসেবে এলাকার ভোটারা বার বার তাকে নির্বাচিত করেন। মাহমুদ নগর এলাকার একজন প্রবীন আওয়ামী লীগ কর্মী মোঃ তাজিম উদ্দিন ফকির (ভূইয়া) বলেন বর্তমান মেম্বার আজিজুল হক বিগত করোনার লকডাউনে ওয়ার্ডবাসীদের জন্য মাক্স, হ্যান্ডসেনিটাইজার, করোনা রোগীর পথ্য ও ত্রাণ সহায়তার পাশাপাশি প্রায়ই খোঁজ খবর অব্যহত রেখেছেন। করোনা আক্রান্ত রোগীদের সংবাদ পাওয়া মাত্রই তিনি নিজে অথবা পরিবারের কাউকে দিয়ে জরুরী ভিত্তিতে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন। তার ২নং ওয়ার্ডের মধ্যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষনিক তিনি তা সমাধানের চেষ্ঠা করেছেন এবং তার দ্বারা সম্ভব না হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ওয়ার্ডের আনাচেকানাচে ও পথের ধারে ময়লা আবর্জনা থেকে যাহাতে রোগ জীবানু না ছড়ায় সেদিকেও তিনি বিশেষ নজর দিয়ে ডেলি লেবারের মাধ্যমে পরিষ্কার করিয়ে পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করে এলাকার জনসাধরণকে রক্ষা করেছেন। অনুন্নত রাস্তাঘাট চলাচলের উপযোগী করার জন্য তিনি মাটি কাটার ব্যবস্থা সহ বয়স্ক ভাতা, বিধাব ভাতা, মাতৃত্বাকলীন ভাতা, ভিজিডি কার্ড ও প্রকৃত গরীবদের জন্য তিনি জননেত্রী শেখ হাসিনার খাদ্য বান্ধব কর্মসূচীর আওতাধীন ১০ টাকা কেজি চাউলের কার্ড প্রদান করে সমাজ সেবার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচনে আমরা সকল ওয়ার্ডবাসী আবারো তাকে নির্বাচিত করব।
Leave a Reply