দিলীপ কুমার দাস ময়মনসিংহ জেলা প্রতিনিধি। ময়মনসিংহের গৌরীপুরে আগামী ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থী আঞ্জুয়ারা বেগম আগামী ইউপি নির্বাচনের লক্ষে বিগত ১ বছর যাবত উক্ত ওয়ার্ডবাসীদের খোঁজ খবর নেওয়ার জন্য বাড়ি বাড়ি আসা-যাওয়া অব্যাহত রেখেছেন। ওয়ার্ডবাসীরা জানান, আঞ্জুয়ারা বেগম নির্বাচনের ১ বছর পূর্বে পশ্চিম পাড়া, ভবানীপুর, বাহাদুরপুর, নগাও গ্রামের রাস্তায় তিনি নিজের উপার্জনের অর্থে বালি-মাটির ব্যাবস্থা ও কৃষিকাজে, চাষাবাদে জমির পানি নিষ্কাসন সুবিধার জন্য ৪ টি সিমেন্টের বড় আকারের পাইপ বসানোর ব্যাবস্থাও তিনি শত দৈন্যতার মাঝেই করে দিয়েছেন।
খোঁজ খবরে আরো জানাগেছে, রামগোপালপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থী আঞ্জুয়ারা বেগম একজন অতিসাধারন গৃহিনী হয়ে যে, সমাজ সেবায় উদার মনের পরিচয় দিয়েছেন জন প্রতিনিধি ও সমাজে অনেক বিত্তবান শ্রেণীর লোকের দ্বারাতেও তা সম্ভব হয়না।
জন- সাধারনের জন্য কাজ করার যথেষ্ট উৎসাহ ও মন-মানসিকতা তার রয়েছে। ওয়ার্ডবাসীর মুখে মুখে শোনাজায় আঞ্জুয়ারা বেগমের জয়ধ্বনি। অএ এলাকার জনগনের আশা এবার তারা আঞ্জুয়ারা আপাকে ভোট দিয়ে সংরক্ষিত মহিলা মেম্বারের আসনে বসাবেন। অধিকাংশ ভোটাররা তাকে নির্বাচনে বিজয়ী করার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
Leave a Reply