দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। বহিস্কৃত আব্দুল মতিন মোতালেব ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য।
শনিবার স্থানীয় সাংবাদিকদের কাছে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজহারুল হক সরকার। তিনি জানান, গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো আব্দুর রাজ্জাক সরকারকে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
কিন্ত দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মতিন মোতালেব চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন।
এটা আওয়ামী লীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রের পরিপন্থী হওয়ায় তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আগামী ২৮ শে নভেম্বর দুর্গাপুর ইউপিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
Leave a Reply