সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপে নওগাঁ সদর ও রাণীনগর উপজেলায় ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে । আজ দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে থেকে এবং রাণীনগর উপজেলা পরিষদ চত্বর থেকে এই সরঞ্জামাদি বিতরণ করা হয় । আগামীকাল বৃহস্পতিবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হবে আর বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।
দুই উপজেলার ২০ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৮ টি ইউনিয়ন পরিষদে ব্যালট পেপার এর মধ্যে মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আর বাকি দুটি নওগাঁ সদরের বক্তারপুর ও রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা হাসান মাহমুদ জানান, নির্বাচন সুষ্ঠু ও বিতর্ক এড়াতে আগামীকাল সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে । ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, র্যাব, আনসার বাহিনীসহ কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । দুই উপজেলায় ১৮৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । আর মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬২ হাজার ৭১৬ জন।
নওগাঁ সদরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৫ জন রাণীনগরে ৪৮ জন সদস্য সংরক্ষিত ২৪০ জন ও সাধারন এক সদস্য ৬৮৫ জন।
Leave a Reply