দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের নিকলী উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। প্রত্যাহার শেষেই প্রতীক নিয়ে প্রচারণা যুদ্ধে নামবেন প্রার্থীরা।
এ উপজেলার ১নং সিংপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন চারজন। তাদের মধ্যে রয়েছেন পিতা-পুত্রও। তারা হলেন মো. জাকির হোসেন চাঁন মিয়া (৬৫) ও তার পুত্র মো. মাহমুদুল হাসান রকি।
দুজনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা পিতা-পুত্রের পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়ায় এ নিয়ে আলোচনা চলছে আশে-পাশের ইউনিয়নেও।
চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন চাঁন মিয়া নিকলী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। তবে তিনি দল থেকে মনোনয়ন চাননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
অন্যদিকে তাঁর পুত্র মো. মাহমুদুল হাসান রকি রাজধানীর ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাস্টার্সের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের সমর্থক হলেও দলের মনোনয়ন না চেয়ে পিতার মতোই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
চেয়ারম্যান পদে লড়তে পিতা-পুত্রের পছন্দের প্রতীকও একই- আনারস।
এ প্রসঙ্গে মো. জাকির হোসেন চাঁন মিয়া ও মো. মাহমুদুল হাসান রকি বলেন, আমরা দুইজনই আনারস প্রতীক চেয়েছি। তবে লটারীতে কি আসে তা আমাদের জানা নেই।
নির্বাচনে পিতা-পুত্রের প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তারা বলেন, নির্বাচন করা যার যার অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দুইজনই মাঠে আছি এবং থাকবো।
Leave a Reply