আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে দিনাজপুর ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্য প্রার্থীরা তাদের সমর্থকদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে দায়ীত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র দাখিল করেন।
সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তার কার্যালয়ের দেয়া তথ্য মতে নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীরা হলেন;
১ নং এলুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যন পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুস সালাম প্রামানিক, স্বতন্ত্র প্রার্থী মাওলানা মো: নবিউল ইসলাম, মো: মমতাজুল ইসলাম। এছাড়া ওই ইউনিয়নে ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও ৯টি সাধারন সদস্য পদে ৩২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
২ নং আলাদীপুর ইউনিয়নের চেয়ারম্যন পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সুকান্ত সরকার শুভ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: মোজাফ্ফর হোসেন সরকার, মো: হাবিবুর রহমান, মো: নাজমুস সাকির বাবলু। এছাড়া ওই ইউনিয়নে সংরক্ষিত ৩টি মহিলা সদস্য পদে ৯ জন ও ৯টি সাধারন সদস্য পদে ৩৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে।
৩ নং কাজীহাল ইউনিয়নের চেয়ারম্যন পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক বর্তমান চেয়ারম্যান মোঃ মানিক রতন, স্বতন্ত্র প্রর্থী মো: মিজানুর রহমান-১, মো: আশরাফুল ইসলাম, মো: মিজানুর রহমান-২। এছাড়া ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন ও ৯টি সাধারন সদস্য পদে ৩৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
০৪ নং বেতদিঘী ইউনিয়নে চেয়ারম্যন পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক বর্তমান চেয়ারম্যান উপাধক্ষ শাহ মো: আব্দুল কুদ্দস, স্বতন্ত্র প্রার্থী মো: আখেরুজ্জামান, মো: মেজবাউল ইসলাম। এছাড়া ওই ইউনিয়নে ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও ৯টি সাধারন সদস্য পদে ২৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
০৫ নং খয়েরবাড়ী ইউনিয়নে চেয়ারম্যন পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ এনামুল হক, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: আবু তাহের মন্ডল, মো: মোজাফ্ফর হোসেন চৌধুরী, মো: এনামুল হক গুরু, মো: মঞ্জুরুল হক। এছাড়া ওই ইউনিয়নে ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন ও সাধারন সদস্য পদে ২৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
৬ নং দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যন পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ মন্ডল, স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলাম, মোছা: আকতারা পারভিন, মো: শফিকুল ইসলাম। এছাড়া ওই ইউনিয়নে ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও ৯টি সাধারণ সদস্য পদে ২৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে।
৭ নং শিবনগর ইউনিয়নে চেয়ারম্যন পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা বর্তমান চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, স্বতন্ত্র প্রার্থী মো: ছামেদুল ইসলাম, মো: হারুনুর রশিদ, মো: রফিকুল ইসলাম। এছাড়া ওই ইউনিয়নে ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন ও ৯টি সাধারন সদস্য পদে ৩২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো: ওয়াজেদ আলী জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রে ৩৫৮টি বুথে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাতটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ২৮১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৫৮৭ জন এবং মহিলা ভোটার ৫৬হাজার ৬৯৪জন। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২ই নভেম্বর,যাচাই বাছাইয়ের শেষ তারিখ ৪ই নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ই নভেম্বর।
Leave a Reply