আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর (তৃতীয় ধাপে) ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃণমূলকে মূল্যায়ন করে এ নির্বাচনের নৌকা মার্কার প্রার্থীদের চুড়ান্ত তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। এই তালিকায় এবার নতুন তিন মুখ রয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়নের নৌকার মাঝি চূড়ান্ত করে তাদের তালিকা প্রকাশ করেছেন।
চুড়ান্ত তালিকায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থীরা হলেন উপজেলার ১ নং এলুয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক (নতুন মুখ) মোঃ আব্দুস সালাম প্রামানিক, ২ নং আলাদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি (নতুন মুখ) সুকান্ত সরকার শুভ,৩ নং কাজীহাল ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক বর্তমান চেয়ারম্যান মোঃ মানিক রতন, ০৪নং বেতদিঘী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক বর্তমান চেয়ারম্যান উপাধক্ষ শাহ মো: আব্দুল কুদ্দস, ০৫ নং খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (নতুন মুখ) মোঃ এনামুল হক, ৬ নং দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ মন্ডল, ৭ নং শিবনগর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা বর্তমান চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব। এবারের নির্বাচনে এ উপজেলার তিনটি ইউনিয়নের চেয়ারম্যান পদে নতুন মুখ দেখা যাচ্ছে আওয়ামীলীগের তালিকায়।
Leave a Reply