উপজেলা আওয়ামী লীগের সূত্র জানায়, কেন্দ্র থেকে গত রবিবার বিকালে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান শাহাদৎ হোসেন স্বাধীনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি স্থানীয় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা। তারা এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ব্যতীত আওয়ামীলীগ মনোনীত অন্য যে কোন প্রার্থীকে নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েছিল এলাবাসাী।
শাহাদৎ হোসেন স্বাধীনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সোমবার (২৫ অক্টোবর) বিকালে পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ বাজার হয়ে মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. দানেশ আলী, সাবেক চেয়ারম্যান মজিবর রহমান জোদ্দার, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম বিপ্লব ও কাজী শাহিদুর রহমান সাঈদসহ আটজন প্রার্থীর সমর্থিত নেতাকর্মী-সমর্থকদের উদ্যোগে ইসলামপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে দিয়ে স্বাধীন ছাড়া নৌকা চাই ¯েøাগানে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, দূর্নীতিবাজ বর্তমান চেয়ারম্যান শাহাদৎ হোসেনকে (স্বাধীন) কে মনোনয়ন দেওয়া হয়েছে। স্বাধীনের মনোনয়ন বাতিল করে আটজন প্রার্থীর মধ্যে যে কাউকে নৌকা প্রতীক দেওয়ার দাবি জানান।
Leave a Reply