মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম ২অক্টোবর নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়াড’ মহিলা আঃ লীগের ইউনিট গঠন উপলক্ষে প্রীতি সম্মেলন ২৪ অক্টোবর,রোববার সন্ধ্যায় কাসাব্ল্যাংকা রেস্তোরেন্টে অনুষ্ঠিত হয়।ওয়াড’ মহিলা আঃ লীগের সভাপতি নাসিমা আক্তারের সভাপতিত্বে প্রথাতি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর মহিলা আঃলীগের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন-ইপিজেড থানা আঃলীগ আহবায়ক হাজী হারুন উর রশিদ,যুগ্ন আহবায়ক মোঃ আবু তাহের,৩৯ নং ওয়াড আঃলীগ ভারপ্রাপ্ত সভাপতি ‘হাজী সুলতান নাছির উদ্দীন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি,মুক্তিযোদ্ধা এটিএম শামসুল হক,ডাঃ হোসেমন আহম্মদ. ৩৯ নং ওয়াড কাউন্সিলর ওসিডিএ বোর্ড সদস্য হাজী জিয়াউল হক সুমন, সাবেক কমিশনার হাজী মোঃ আসলাম। আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইপিজেড থানা মহিলা আঃলীগের সভাপতি মিসেস শারমিন ফারুখ সুলতানা,সাঃসম্পাদিকা মিসেস কামরুন্নাহার বেবী,৩৯ নং ওয়াড মহিলা আঃলীগ সাঃসম্পাদিকা মিসেস রুমানা খানম,বক্তব্য রাখেন আঃলীগ নেতা জাবের হোসেন, এম.এ রউফ,মোঃ হারুন উর রশিদ, ছাত্রলীগের জাহিদ হোসেন খোকন, ইফতেখার হোসেন জিসান সহ ক,খ,গ ইউনিট মহিলা আঃলীগের দায়িত্বশীল নেত্রীগণ শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে মিসেস হাসিনা মহিউদ্দিন বলেন,নারীদের সত্যিকার ভাবে নেতৃত্বে আনতে পারলে দেশ স্বর্নিভর হবে।আগামীতে শেখ হাসিনার সরকার আরো নারীবান্ধব কমিটি উপহার দিতে তৃণমূল থেকে সকল কে এগিয়ে আসতে হবে।পরে সর্বসম্মতি ক্রমে৩৯ নং ওয়াড’ মহিলা আঃ লীগের ক,খ,গ ইউনিট কমিটি গঠনে সভাপতি/সাঃসম্পাদক সাংগঠনিক সম্পাদেকর নাম ঘোষনা করেন প্রধান অতিথি।
Leave a Reply