সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ (২৩ অক্টোবর) সকাল ১১টায় নওগাঁ শহরের শরিষাহাটির মোড় ঠিকানা কমিউনিটি সেন্টার এর ২য় তলা বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ নওগাঁ সদর উপজেলা শাখার উদ্যোগে সদর উপজেলার নেতৃবৃন্দ কর্মীদের সাথে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুবেল আহম্মেদ, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সদর আসনের সংসদসদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, সভায় বিশেষ অতিধি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা আওয়ামী সেচ্ছাসেবক লীগ জেলা শাখার সভাপতি (সাবেক ভিপি) নাসিম আহম্মেদ, জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমন প্রমূখ।
কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেন,সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে আওয়ামী মনোনীত বিদ্রোহী প্রার্থী যারা হয়েছেন, তারা আওয়ামী লীগের কেউ নয়, আর কেউ হতেও পারে না। প্রার্থীগণের কোন কথার আশায় না থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। নৌকার বিজয় সুনিশ্চিত করতে কর্মীদের নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply