জার্মান কর্মকর্তারা জানিয়েছেন যে নতুন বছর উপলক্ষে কাগজের তৈরি ফানুসের মত লণ্ঠন আকাশে উড়ানোর ফলেই দৃশ্যত একটি চিড়িয়াখানায় মারাত্মক ভাবে আগুন ছড়িয়ে পড়লে ৩০ টিরও বেশি জন্তু মারা যায়। ঐ ঘটনার সংগে যুক্ত বলে সন্দেহ তিনজন মহিলার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
আইনজীবীরা বলছেন, দায়িত্বহীন ভাবে আগুন ব্যবহার করায় সন্দেহভাজন স্থানীয় এক মহিলা এবং তার দুই মেয়েকে চিড়িয়াখানার অগ্নিকাণ্ডের জন্য তদন্ত করা হচ্ছে।
পশ্চিমাঞ্চলের ক্রেফেল্ড শহরের পুলিশ কর্তৃপক্ষ নতুন বছরে ঐদাবাগ্নি বিষয়ে সংবাদ সম্মেলন করার পরে মাহিরা পুলিশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিল ।
ঐ তদন্তের প্রধান জের্ড হপম্যান বলেন, “জনগণ শুভ কামনা করে লণ্ঠন জ্বালিয়ে থাকে, তবে ফল কত মারাত্মক হতে পারে সে সম্পর্কে সুদূর প্রসারী চিন্তা অনেকেই করেন না তবে, আমি মনে করি এর জন্য আমাদেরও দায়বদ্ধতা আছে।আমি মনে করি, ঐ মহিলারা খুব শালীন এবং তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে।
হপম্যান আরও বলেছিলেন, মহিলারা দোষী সাব্যস্ত হলে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
Leave a Reply