রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন

ভবিষ্যতে বৈরি শক্তির নিষেধাজ্ঞার মধ্যেই আমাদের বাস করতে হবে : কিম জং ঊন

  • আপডেট সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০, ৫.১২ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

গতকাল প্রকাশিত নব বর্ষের মন্তব্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং ঊন আনুষ্ঠানিক ভাবে পরমাণু বিষয়ক আলোচনা পরিত্যাগ করার কথা না বললেও , কিম মনে হয় তাঁর দেশের লোকজনকে নিষেধাজ্ঞার মধ্যেই ভবিষ্যতে দীর্ঘ দিন কাটানোর জন্য প্রস্তুত করাচ্ছেন এবং কয়েক মাস ধরে থমকে থাকা আপোষ আলোচনায় অগ্রগতির বিষয়টি কার্যত নাকচ করে দিচ্ছেন।

সেখানকার ক্ষমতাসীন দলের চারদিন ব্যাপী বৈঠকের শেষে কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন একটি একরোখা অবস্থান তুলে ধরেন এবং তাঁর দেশকে ভবিষ্যতে সম্ভাব্য কঠিন সময় সম্পর্কে সতর্ক করে দেন। কিম বলেন যুক্তরাষ্ট্রর সঙ্গে দীর্থ দিনের বিবাদের কারণে এটাকে নিয়তির বিধান হিসেবেই ধরে নিতে হবে যে ভবিষ্যতে বৈরি শক্তির নিষেধাজ্ঞার মধ্যেই আমাদের বাস করতে হবে।

কিম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র বা পরমাণু পরীক্ষা আবার শুরু করারও হুমকি দেন এবং হুশিয়ার করে দেন যে বিশ্ব শিগগিরই একটি নতুন কৌশলী অস্ত্র দেখবে। তাঁর এই সব মন্তব্য , তাঁর ভাষণের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কভারেজের মূখ্য অংশ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com