বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ জিম্মি জাহাজ ও ক্রুদের মুক্ত করার প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে: ড. হাছান মাহমুদ মাগুরা জেলায় এ বছর পেঁয়াজের ভালো ফলন হয়েছে লোহিত সাগরে ইয়েমেনের ৪টি ড্রোন ধ্বংস: যুক্তরাষ্ট্র বিএনপির একান্ত কাম্যই হলো যে কোনো উপায়ে ক্ষমতা দখল, জনকল্যাণ নয় : সেতু মন্ত্রী আরজেএফ’র উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন বাংলা নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য সহ গ্রেফতার ৫ যুক্তরাষ্ট্রের ব্রিজ দুর্ঘটনার মধ্যে যে ৭টি সবচেয়ে আলোচিত লেবাননে ইসরাইলি বিমান আক্রমণের জবাবে ইসরাইলে হেজবুল্লাহর রকেট হামলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ  দলের  সকল ক্রিকেটারের করোনা রিপোর্ট নেগেটিভ

  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১, ১০.৪০ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ  দলের  সকল ক্রিকেটারের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। যা টিম ম্যানেজমেন্টের স্বস্তির বিষয়।
আজ রাতে (১০টা ৫৫ মিনিটে) ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। তবে ঘূর্ণিঝড় শাহিনের কারণে তাদের যাত্রা অনিশ্চয়তার মুখে।
দুই দেশের মধ্যে ফ্লাইট চালু থাকলে বাংলাদেশ দল বিমানে উঠবে বলে বিসিবির এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
কিন্তু আপাতত, বাংলাদেশ একটি সুখবর পেয়েছে, দলে থাকা কারও করোনা পজিটিভ হয়নি।
আজ বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, ‘সকল সদস্যের করোনা নেগেটিভ।’
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ওমানে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ। এখানেই বাছাই পর্বের ম্যাচ খেলবে তারা। ওমানে পৌঁছানোর পর অনুশীলন শুরুর আগে একদিনের রুম কোয়ারেন্টাইনে থাকবে তারা।
এরপর ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ। আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে থাকা সাকিব ও মুস্তাফিজ ৯ অক্টোবর দলের সাথে যোগ দিবেন। আরব আমিরাতে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ১২ ও ১৪ অক্টোবর দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
বাছাই পর্বের ম্যাচ খেলতে আবারো ওমানে আসবে টাইগাররা। গ্রুপ ‘বি’তে যৌথ আয়োজক ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে তারা।
বাছাই পর্বে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ড-যৌথ আয়োজক ওমান ও পাপুয়া নিউ গিনির। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুদুল্লাহর দল।  এরপর ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়বে তারা।
প্রথম রাউন্ডের বাঁধা টপকাতে পারলে সুপার ১২তে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com