মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধিঃ ড. মো. মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন মতে সিএমএসএমই খাতের নারীদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব। সম্প্রতি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ৫ দিনব্যাপী আর্টিফিসিয়াল জুয়েলারী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন সিএমএসএমই খাতে সরকার ঘোষিত প্রণোদনার অর্থ সঠিকভাবে কাজে লাগাতে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরী।চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও এসএমই ফাউন্ডেশন অতীতের ন্যায় ভবিষ্যতেও একযোগে কাজ করে যাবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঈডঈঈও এর প্রেসিডেন্ট ইনচার্জ আবিদা মোস্তফা বলেন এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই চট্টগ্রাম অঞ্চলে আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে এডিবি ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় নারী উদ্যোক্তাদের জন্য প্রথম ঈডঈঈও ঝগঊ বিজনেস ইনকিউবেশন সেন্টার স্থাপন করেছি। খুব শীঘ্রই এই সেন্টারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারবো। যা অত্র অঞ্চলের নারী উদ্যোক্তাদের উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান। এছাড়াও উইএরএর প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট, প্রশিক্ষণ বিভাগের চেয়ারপার্সন ও প্রশিক্ষক আইভি হাসান, এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক আবদুস সালাম সরদার, সহকারী মহাব্যবস্থাপক মো. মাসুদুর রহমান, সুমন চন্দ্র সাহা, ঈডঈঈও এরপ্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট জেসমিন আক্তার, পরিচালক রেবেকা নাসরিন, মোস্তারী মোর্শেদ স্মৃতি, হোমায়রা মোস্তফা সোহানী, লুৎমিলা ফরিদ, প্রাক্তন পরিচালক কাজী তুহিনা আক্তার, ঈডঈঈও এর প্রশিক্ষক লতিফা আক্তার, আঞ্জুমান আরা শেখ মিষ্টি, দিলরুবা হোস্ধসঢ়;না, সদস্য রেহনুমা মরিয়ম তুলি, সুমাইয়া কাদের, আনোয়ারা শাহরিয়ার রিনু, শিরিন আক্তার শিল্পী, জান্নাতুল ফেরদৌস, রোকেয়া নাসরিন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply