রাশিয়ার প্রতিরক্ষা দফতর জানায় যে শব্দের চাইতে ২৭গুন দ্রুত নুতন একটি ইন্টারকন্টিনেন্টাল পারমাণবিক ক্ষেপণাস্ত্র তাঁরা তাদের বহরে সংযোজিত করেছে । প্রতিরক্ষা মন্ত্রী জানান এই সংযোজন তাদের দেশের পরমাণু আঘাতের যোগ্যতা ব্যাপক ভাবে বাড়িয়ে তুলবে । AVANGARD নামের এই সর্বাধুনিক অস্ত্রটি আন্তর্জাতিক দূর পাল্লা ক্ষেপণাস্ত্রের (ICBM ) সুম্মুখ ভাগে রেখে উৎক্ষেপণের পরীক্ষা চালানো হয় ।
প্রেসিডেন্ট পুতিন ২০১৮ সালে AVANGARD কর্মসূচির উদ্বোধন করেছিলেন I তার সফল পরীক্ষার মাধ্যমে এই পারমাণবিক অস্ত্র এখন রুশ প্রতিরক্ষা ব্যবস্থায় সংযোজিত হোল ।
Leave a Reply