এ,আর আহমেদ হোসাইন (কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লায় ১০৬ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়িককে গ্রেফতার করেন র্যাব।জব্দ করা হয় গাঁজা পরিবহকৃত একটি ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র্যাব- ১১সিপিসি-২ এর অভিযানিক দল শনিবার সকালে ও শুক্রবার সন্ধ্যায় জেলার কোতোয়ালি মডেল থানার আমতুলী বিশ্বরোড ও সদর দক্ষিণ থানার কোন্দাঘোড়া এলাকা হতে পৃথক অভিযানে ১০৬ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিলসহ চার জন মাদক ব্যবসায়িক কে গ্রেফতার করেন।
এরই মধ্যে ৪ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতারকৃত আসামী হলেন জেলার সদর থানার কোন্দাঘোড়া গুলিয়ারা দক্ষিণ ইউপি ২ নং ওয়ার্ডের মৃত. হাজী আব্দুল লতিফ’র ছেলে মাশিউল আলম মাসুম(৩৫) ও শুক্রবার সন্ধায় গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলা সদর দক্ষিণ থানার সুবর্নপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে ওমর ফারুক(২৬), একই থানার জয়নগর গ্রামের মৃত. আলকাছ মিয়ার ছেলে আব্দুল হাদি( ৩৭) ও গাজীপুর জেলার টংঙ্গী থানার আরিছপুর গ্রামের আব্দুল মজিদ’র ছেলে আব্দুর রহিম(২৪)। জেলার র্যাব-১১ সিপিসি-২, উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন- গ্রেফতারকৃত ওই আসামীরা প্রাথমিক জিগাসাবাদে বলেন- তারা দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেনসিডিল ইয়াবাসহ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। পরে গ্রেফতারকৃত ওই আসামীর বিরুদ্ধে জেলার কোতোয়ালী ও সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।
Leave a Reply