বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবলঃ এপার-ওপার প্রখ্যাত ও জনপ্রিয় সংগীতশিল্পীদের নিয়ে এ পর্যন্ত ৩টি পর্বে লগ্নার আমন্ত্রণে ভার্চুয়াল মিডিয়ায় গানের আসরে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকার জনপ্রিয় সঙ্গীতশিল্পী লগ্না। তিনি বলেন, তার সাথে দুই বাংলার খ্যাত গুণী শিল্পীদের কথা হয়েছে। তারা সকলেই তার আমন্ত্রণে আসার আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে চার পর্বের জন্য প্রস্তুত রাখা হয়েছে লগ্নার আমন্ত্রণে এই গানের আসর।
এসময় লগ্না বলেন, কোভিড-১৯ করোনাকালীন এই মহামারী সময়ে আমরা যখন ঘরবন্দী ঠিক তখনই এই চিন্তা মাথায় আসলো যে, বসে না থেকে অনলাইনেই কিছু একটা করি। যেহেতু আমি গানের মানুষ তাই গানের মানুষদের নিয়েই আয়োজন করে ফেললাম। এখন পর্যন্ত তিন পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
প্রথম পর্বে ছিলেন দেশ বরেণ্য সংগীতশিল্পী লতিফ শাহ্। ২য় পর্বে ছিলেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অর্পণ চক্রবর্তী।৩য় পর্বে ছিলেন দেশবরেণ্য সংগীতশিল্পী শহীদ কবির পলাশ এবং ৪র্থ পর্বে থাকছেন দেশবরেণ্য সংগীতশিল্পী শফি মন্ডল।লগ্না বলেন, অনেকদিন যাবত স্টেজ শো না হওয়ায় তার সহকর্মীদের সাথে দেখাও হচ্ছিল না।
তাই এপার-ওপার আমন্ত্রণে অনুষ্ঠানটি একটি চমৎকার যোগাযোগ মাধ্যম হয়েছে তার সহকর্মীদের সাথে বলেও জানান জানান এই বাংলার ফোকশিল্পী লগ্না। এই অনুষ্ঠানটির মাধ্যমে আমি অনেক সম্মৃদ্ধ হচ্ছি কারণ, আমি সকল গুনিজন গান শোনার সুযোগ পাচ্ছি এ অনুষ্ঠানটি আমি চালিয়ে যেতে চাই, কারণ প্রযুক্তিকে আমারা কেউ অস্বীকার করতে পারবো না ফেসবুক বা ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই দর্শকদের কাছাকাছি পৌঁছাতে পারছি।
Leave a Reply