বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার চেষ্টা করছি :ডা. দীপু মনি

  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১, ২.৪৪ পিএম
  • ৭০৫ বার পড়া হয়েছে

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার চেষ্টা করছি বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । পরিস্থিতির কারণে এটাও সম্ভব না হলে  বিকল্প চিন্তা-ভাবনা করা হচ্ছে। আমরা বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ব্যাপারেও ভাবছি।

 আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলাম। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু  করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আমরা সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হই। এখনও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি রয়েছে, তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে স্কুল-কলেজ খুলে পাঠদান কার্যক্রম শুরু করা হবে।রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন  পরীক্ষা নিয়ে উদ্‌বিগ্ন হওয়ার কিছু নেই  তোমরা বাসায় বসে নিয়মিত পড়ালেখা করে সিলেবাস শেষ করবে। সেইসঙ্গে সুস্থ থাকতে হবে।

‘জীবন থেকে এক বছর চলে গেলেও কিছু হবে না, তার চেয়ে সুস্থ থাকাটা বড় বিষয়’ বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com