উত্তর কোরিয়ার সঙ্গে বছরের শেষ মুহুর্তের আলোচনায় যুক্তরাষ্ট্রের এক কুটনীতিক উত্তর কোরিয়াকে উস্কানী বন্ধ করে আবারো পরামানু আলোচনায় অংশ নেয়ার অনুরোধ করেন।
উত্তর কোরিয়ায় যুক্তরাস্ট্রের প্রতিনিধি ষ্টিভ বেইগান বলেন আমি উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলছি। আমরা এখানে এসেছি, কিভাবে কাজ হয় তার চেষ্টা করছি।
উত্তর কোরিয়া দুটি ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালানোর কদিন পর ষ্টিভ, সিউলে এক সমাবেসে এসব বলেন। পিয়ংইয়ং কদিন আগে বলেছিল যুক্তরাষ্ট্রের জন্যে আমাদের অজ্ঞাত ক্রিসমাস উপহার রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে কোরিয়া উপদ্বীপকে পরামানু মুক্ত করার আলোচনার দুবছর পরও উত্তর কোরিয়ার বারবার ক্ষেপনাস্ত্র পরীক্ষার পর দক্ষিন কোরিয়া ও প্রতিবেশিদের মধ্যে নানা ধরনের আতংক বেড়েই চলছে। তা যেনো না হয় সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র আবারো কুটনৈতিক প্রয়াস শুরু করেছে।
Leave a Reply