রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দীর্ঘ বন্যার পানিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি  রাজনৈতিক প্রতিহিংসাসহ হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে দুই কমিটি গুলশান থানা কর্তৃক একটি বিদেশী পিস্তল, ২৯ রাউন্ড গুলি ও ৩৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করা হবে- অমিত শাহর রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার কারাগার থেকে পালানো ঢাবির ছাত্রী ধর্ষণকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মজনু গ্রেফতার সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে নেমে গেল বাংলাদেশ প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তালতলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সম্পর্কিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করা হবে- অমিত শাহর

  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৫৪ পিএম
  • ১ বার পড়া হয়েছে

ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি সরকার গড়ার পর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাজ্যটির সাহেবগঞ্জে ‘পরিবর্তন যাত্রা’র উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে এক ভাষণে এমন হুমকি দেন শাহ।

সিধু-কানুর জন্মস্থান সাঁওতাল পরগনার ভোগনাডিতে বিধানসভা নির্বাচনের আগে ‘পরিবর্তন যাত্রা’র উদ্বোধন উপলক্ষে এক সমাবেশে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘আমি আপনাদের ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই। এবং আমরা সকল বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব।’ খবর টেলিগ্রাফ ইন্ডিয়া’র।

‘পরিবর্তন যাত্রা’ আগামী ২ অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে পরিবর্তনের বার্তা দেবে বলে জানান শাহ। পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, কিসের জন্য পরিবর্তন? ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী বদলানো বা, বিজেপিকে ক্ষমতায় আনা নয়, বরং দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে দুর্নীতি দমন করতে পারে, এমন একটি সরকার আনার জন্য পরিবর্তন করতে হবে।

লোকসভা নির্বাচনের আগে আগে বিজেপি নেতারা অভিযোগ করে বলেছিলেন, সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে আর ক্রমেই বাড়ছে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ সংখ্যা। এবারও সেই অভিযোগের পুনরাবৃত্তি করলেন অমিত শাহ বলেন, এ জমি আদিবাসীদের। কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আদিবাসীর সংখ্যা ৪৪ শতাংশ থেকে ২৮ শতাংশে নেমে এসেছে।

অনুপ্রবেশকারীদের জেএমএম, কংগ্রেস ও আরজেডির ভোটব্যাংক উল্লেখ করে সেখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে বলে অভিযোগ করেন শাহ। রাজ্যের পাকুড় জেলায় ‘হিন্দুরা ঝাড়খণ্ড ছাড়ো’ স্লোগান তোলা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়ে ঝাড়খণ্ড হাইকোর্ট একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়ায় তিনি আদালতকে ধন্যবাদ জানাতে চান বলে উল্লেখ করেন অমিত শাহ। বিষয়টি তদন্তের জন্য কেন্দ্রও দ্রুত ঝাড়খণ্ড সরকারের সহায়তায় একটি কমিটি গঠন করবে বলেও জানান তিনি।

রাজ্যের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) নেতৃত্বাধীন জোট সরকারকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, হেমন্ত সরেনের সরকার দুর্নীতি ছাড়া আর কিছুই করেনি। এ সরকার দেশের সবচেয়ে দুর্নীতিবাজ সরকার।

অমিত শাহ সভায় উপস্থিত লোকদের জিজ্ঞাসা করেছিলেন, কেউ ৩৫০ কোটি রুপি দেখেছেন কিনা। তারপর তিনি বলেন, কংগ্রেসের রাজ্যসভার সদস্য ধীরজ সাহুর বাড়িতে ৩৫০ কোটি রুপি পাওয়া গেছে। ‘এই টাকা মদের জন্য ছিল না, রাজ্যের দরিদ্র মানুষের জন্য ছিল’ বলে শাহ দাবি করেছেন। এছাড়াও কংগ্রেস নেতাদের আরও নানা দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির ঘটনা তুলে ধরেন তিনি।

আদিবাসী কল্যাণে বাজেট বাড়ানয় মোদী সরকারের প্রশংসা করে শাহ বলেন, ‘২০১৩-১৪ সালে আদিবাসী কল্যাণে বাজেট ছিল মাত্র ৩০ হাজার কোটি রুপি। ২০২৪-২৫ সালে এক লাখ ৩০ হাজার কোটি রুপির বাজেট রাখা হয়েছে।’

রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে ৬৩ হাজার গ্রামকে রাস্তার মাধ্যমে সংযুক্ত করা হবে বলে ঘোষণা দেন তিনি। এছাড়াও রাজ্যের ৭৫ বছরের বেশি বয়সী লোকেরা ১০ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন বলেও অঙ্গীকার করেন তিনি।

এদিকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং দলের মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্য অমিত শাহের নানা কটাক্ষ ও অভিযোগের পাল্টা জবাব দিয়ে বলেছেন, ‘ঝাড়খণ্ডের মানুষ বিজেপির সাম্প্রদায়িক বর্ণনায় বিভ্রান্ত হবে না এবং বিধানসভা নির্বাচনের সময় বিজেপি বিধায়ককে উল্টো করে ঝুলিয়ে দেবে।

একাত্তর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com