চীনা কর্মকর্তাদেরকে বহিস্কার করার মতো ভুল না করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছে চীন।
চীনের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র গেং শুয়াং বলেছেন যুক্তরাষ্ট্রের উচিৎ কুটনীতিকদের প্রতি সদাচারণ করা, তাদের অধিকারকে রক্ষা করা।
যুক্তরাষ্ট্র কর্তৃক দুই চীনা কুটনীতিককে বহিস্কারের বিষয়ে নিউইয়র্ক টাইমসের রিপোর্টের বরাত দিয়ে গেং শুয়াং সাংবাদিকদের বলেন ভার্জিনিয়ার সেনা ঘাটিতে ড্রাইভ করে ঢুকে পড়ার অভিযোগে যুক্তরাষ্ট্র গোপনে দুই চীনা কুটনীততিককে বহিস্কার করে।
বলেন ঘটনাটি গত সেপ্টেম্বরের। দুই চীনা কুটনীতিক স্ত্রীদেরকে নিয়ে ড্রাইভ করে সেখানে যান, চেকপয়েন্টের গার্ড তাদেরকে বলেন বের হয়ে যেতে। তারা যখন এক্সটি পয়েন্ট খুজছিলো তখন ফায়ার ট্রাক সামনে দাড় করিয়ে থামানো হয়।
তারা বলেন তারা গার্ডের কথা বুঝতে পারেনি এবং পথ ভুলে এসেছেন। যুক্তরঅষ্ট্রের কর্মকর্তারা তাদের বক্তব্য বিশ্বাস করেন নি।
Leave a Reply