বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ গত সোমবার (১৭ মে) বিকেল ৩টার দিকে রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার একান্ত সচিবের কক্ষে ফাইল থেকে ‘নথি সরানোর অভিযোগে’ তাকে সেখানে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়।
নিজের ওপর নির্যাতনেরও অভিযোগ তোলেন রোজিনা। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাড়ে পাঁচ ঘণ্টা পর সাড়ে ৮টার দিকে তাকে শাহবাগ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে মামলা করা হয়। গত মঙ্গলবার (১৮ মে) সকালে রোজিনাকে আদালতে তুলে পাঁচদিনের রিমান্ড চায় পুলিশ।
অন্যদিকে জামিন চান তার আইনজীবী। আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় সারাদেশে চলছে তোলপাড়। নানা অঙ্গন থেকে হচ্ছে প্রতিবাদ। এবার সেই প্রতিবাদে সামিল হলো দেশের জনপ্রিয় নাট্যদল প্রাচ্যনাট। তারা ‘রোজিনার জন্য নাট্য যাত্রা’ শিরোনামে এক আয়োজন হাতে নিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাচ্যনাট জানিয়েছে, একটা অস্থির সময় যাচ্ছে অরাজকতার হাত ধরে। রুচি স্বাস্থ্যহীনতায় ভুগছে মানুষ।
প্রদর্শন করছে নিজের পেশীশক্তি। চৌর্য্যবৃত্তির নেশায় খালি করছে দেশের ধন রাশি। এসব অসামজস্যতা নিয়ে প্রশ্ন করতে গেলে সবাইকে প্রশ্নের মুখোমুখি হতে হয়- এসব জানার আপনি কে? চুপ থাকেন, নিজেরটা বুঝে নেন আর চোখ বুজে থাকেন।
আপনি যদি না মানেন অপশক্তি আপনার টুটি চেপে ধরে আপনরা কণ্ঠ রোধ করবো। যেমন করা হয়েছে হাজারো মানুষের। এসব অপশক্তি যতবার টুটি চেপে ধরবে ততবারই কন্ঠ দ্বিগুন চিৎকার করে উঠবে। আমারও চিৎকার করতে চাই রোজিনার জন্য, চিৎকার করতে চাই দুর্নীতি বন্ধ করার জন্য। প্রাচ্যনাট ও তার বন্ধুরা আয়োজন করছে ‘রোজিনার সাথে নাট্যযাত্রা’।
আমরা হাটবো ২ কিলোমিটার। গত ২০ মে বিকেল ৪টায় এই নাট্যযাত্রা শুরু হবে সচিবালয় থেকে, শেষ হবে শাহবাগে এসে পথ নাটক করেন।
Leave a Reply