পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে ব্যাতিক্রমী ভাবে উদযাপন করা হয়েছে স্কুল ডে। পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের ওই প্রতিষ্ঠানে ব্যতিক্রমধর্মী এই স্কুল ডে উদযাপন করা হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসন এর সহযোগিতায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কেক কেটে স্কুল ডে’ র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেণীর ক্লাসগুলো বিভিন্ন ফেস্টুন ও বেলুন দিয়ে সাজানো হয় এবং বাহারী রকম পিঠা তৈরি করে পরিবেশন করা হয়। পরে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, শিক্ষা ও আইসিটি বিভাগের সহকারী কমিশনার ফাহমিদা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম।
Leave a Reply