মোহাম্মদ রেজাউল করিমঃ কৃষি নির্ভর বাংলাদেশ, আমরা কথায় বলে থাকি, কিন্তু বাস্তবে এই কৃষি জগতের অস্তিত্ব হচ্ছে বাংলার সকল কৃষক। আজ আমরা জানবো সেই কৃষকের হাসি – আনন্দের আরালে লুকিয়ে থাকা শত কষ্টের কথা। কুমিল্লা জেলার চান্দিনা থানার কুটুমপুড়ের টমেটো চাষিদের কথা। সারা বছর রোদ বৃষ্টি ঝরে কঠোর পরিশ্রম করে যাচ্ছে ফসল ফলাচ্ছে কিন্তু লাভের মুখ দেখতে পাচ্ছে না। এ নিয়ে তাদের সবার মুখে হতাশার ছায়া। এ বিষয় নিয়ে সংবাদ সারাক্ষণ কে তাদের কষ্টের কথা তুলে ধরেছেন টমেটো চাষী কৃষক আবুল কাশেম হাজী (৫৯)। যেখানে ২.৫ কানি জমিতে টমেটো চাষে খরচ হয় (৳১,০০,০০০) টাকা। আর টমেটো বিকৃী হয় পানির দামে মাত্র ৳৪০ হাজার টাকা। আংকের হিসেব ২.৫ কানি জমিতে (৳৬০,০০০) টাকা লোকসান গুনতে হচ্ছ কৃষকদের। ১ ক্যারেট বাছাই করা টমেটো বিক্রী হয় ৳৭০-৮০ টাকা। আর অবাছাই কৃত টমেটোর দাম নেই বললেই চলে। ১ ক্যারেট এ ২৩-২৬ কেজি টমেটো ধরে। এ হিসেবে ১ কেজি টমেটোর মূল্য হয় ৳৩ টাকার মত। যেখানে খুচরা বাজারে এই ১ কেজি টমেটোর মূল্য ৩০-৪০ টাকা কোন কোন সময় এই মূল্য বেড় দাঁড়ায় ৳৪০-৫০ টাকা। কৃষক আবুল কাশেম সংবাদ সারাক্ষণ কে আরো জানায় এতে করে তারা তাদের টমেটোর ন্যায্য মূল্য পাচ্ছে না। এর ফলে পতি বছর তারা বিশাল অংকের ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাদের মতে পাইকার এবং আরোদদার গণ একটি সিন্ডিকেট করে আতিরিক্ত লাভের অংশ ভাগাভাগি করে নিচ্ছ ।
এতে করে গরীব কৃষক গণ আর্থিক সচ্ছলতার পাচ্ছে না।তার কাছে আরা জানতে চাওয়া হয় টমেটো গুলো কোথায় এবং কিভাবে সরবরাহ করে থাকে? উত্তরে তিনি বলেন রাজধানীর মিরপুর ও যাত্রা বাড়ী আরোদে দিয়ে থাকেন। একটি বিষয় লক্ষ্যনীয় যে, আবুল কাশেমের মতো কৃষকদেরকে আরোদদার গণ ইচ্ছ মত ঠকাচ্ছে। ৩ টাকা কেজিতে টমেটো আরোদদারগণ কিনে নিচ্ছে পানির দামে এমনকি বাকীতে। আজ ১ গাড়ী চমেটো দিলে কৃষক টাকা পাবে ২য় গাড়ী যখন দিবে। এতে করে স্পষ্ট যে, এই গরীব কূষক গুলো আরোদ মালিক গণের কাছে আজ কত আসহায়। এ সময় কৃষক আবুল কাশেম আরো জানায় কুমিল্লা জেলায় বা চান্দিনা থানাধীন কোথাও কাঁচা পন্য গুদামজাত করনের জন্য কোল্ডস্টোরেজ বা হিমাগার নেই। তাদের ভাষ্য মতে যদি একটি কোল্ডষ্টোরেজ থাকত তবে গুদামজাত করণ করে কাঁচা পণ্যের পচন রোধ করে একটু ভালো মূল্য পাওয়া যেত। সেখানে সংবাদ সারাক্ষন এর সাথে আরো উপস্থিত ছিলেন, বর্তমান শেখদি (কাজলা) ভাঙ্গা প্রেস এর ৬২ নং ওয়াড কাউন্সিলর সাহেবের এর আপন ছোট ভাই বিশিষ্ট ব্যাবসাযী, সমাজসেবক জনাব মোহাম্মদ শাফাত উল্লাহ তানভির (ডালিম) ভাই ।
আমরা তার কাছে জানতে চাই যে, কৃষকদের এই ব্যবসায়িক ক্ষতির কারণ ও কিভাবে তারা তাদের ন্যায্য মূল্য পেতে পারে? তিনি সংবাদ সারাক্ষণ এর মাধ্যমে তাদের কে পরামর্শ দেন যে, চান্দিনা থানা ও জেলা শহর কুমিল্লার সংশিষ্ট কূষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে কৃ্ষি ক্ষেত্রের উন্নয়ন এর জন্য কৃষকদের পরামর্শ দেন। তিনি আরো জানান, বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা বর্তমানে কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন । তিনি আরো জানান, কৃষক যাতে বাম্পার ফলন পায়, এ জন্য সরকার সবসময়ই বিভিন্ন ভাবে সহায়তা করে আসছে। তিনি আরো জানান সরকারী ভাবে কৃষকদের জমিতে সরকার কানি প্রতি ৩০০০ টাকা দিচ্ছে, আর চাষীগণ এই সুবিধা ভোগ করছে। তবে সব্পরি একটা কোল্ডস্টোরেজ এর জন্য দাবি জানিয়েছে চমেটো চাষী আবুল কাশেমের মত আরো অনেক চাষীরা।
Leave a Reply