শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন

আগামী ৯ই ডিসেম্বর  কুমিল্লা (উঃ) জেলা আ’লীগের ত্রী-বার্ষিক সম্মেলন

  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯, ৭.৪৬ পিএম
  • ৬০৩ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার- কুমিল্লা)প্রতিনিধি : আগামী ৯ইং ডিসেম্বর সোমবার  কুমিল্লা উত্তর জেলা আ’লীগ’র ত্রিবার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে উল্লেখযোগ্য প্রচারনায় প্রার্থীদের ব্যাক্তিগত যোগাযোগ, সভা- সমাবেশ, মতবিনিময়, সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান, রাজনৈতিক কর্মকান্ড  এবং ভোটারদের নিকট ভোট প্রাপ্তির আবেদন তুলে ধরায় সীমাবদ্ধ ছিলেন।
৭১টি পদের বিপরীতে সভাপতি এবং সাধারন সম্পাদক পদের বাহিরে অন্যান্য পদে তেমন কোন উল্লেখযোগ্য প্রতিদ্বদ্বীর প্রচারনা উল্লেখযোগ্য না থাকলেও সভাপতি পদে ২ জন এবং সাধারন সম্পাদক পদে ৩ প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
বিশেষ করে সভাপতি পদে মুরাদনগর উপজেলার জাহাঙ্গীর আলম সরকার, তিনি কুমিল্লা উত্তর জেলা আ’লীগ’র সাবেক সাধারন সম্পাদক ছিলেন এবং অপরদিকে মুরাদনগর নির্বাচনী এলাকার সাবেক এম.পি. ডাঃ ওয়ালী’র পুত্র রুহুল আমিন। সাধারন সম্পাদক পদে যাদের নাম ঘুরে ফিরে শোনা যায়, তাদের মধ্যে দেবীদ্বার উপজেলার অধিবাসী কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ও আসন্ন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এম, হুমায়ুন মাহমুদ, একই উপজেলার অধিবাসী কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আলহাজ রোশন আলী মাষ্টার এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মেঘনা উপজেলার অধিবাসী সেলিনা ইসলাম।
সাধারন সম্পাদক পদের দু’প্রার্থী নিজ এলাকা ও কুমিল্লা শহরে সভা- সমাবেশ, মতবিনিময়, সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন। বিশেষ করে কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ও আসন্ন আ’লীগ কুমিল্লা উত্তর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এম, হুমায়ুন মাহমুদ দেবীদ্বারস্থ তার নিজগ্রাম মোহাম্মদপুরের নিজ বাড়িতে একাধিক মতবিনিময় সভা, সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক অবস্থা তুলে ধরার পাশাপাশি নিজের কাঙ্খীত পদের পক্ষে দোয়া প্রার্থনা করেছেন।
অধ্যক্ষ এম, হুমায়ুন মাহমুদ ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৬৯ সালের ১১ দফা আন্দোলন, ১৯৭৩সারে ছাত্রলীগ কুমিল্লা জেলা কমিটির সদস্য, ১৯৭৪সালে কুমিল্লা ভিক্টোরীয়া কলেজ’র ছাত্র সংসদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বদ্বীতা, ১৯৭৫সালে ঢাকা বিশ^বিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে অধ্যয়নকালে বঙ্গবন্ধুর হত্যার পর ঢাকা বিশ্ব- বিদ্যালয়ে ছাত্রলীগকে সংগঠিত করা, ৭৭সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত,৭৯-৮০সালে ডাকসুর নির্বাচনে ফজলু-চুন্নু পরিষদে সদস্য পদে নির্বাচন, ১৯৮৪সালে আওয়ামী যুবলীগে যোগদান, ১৯৯১সালে দেবীদ্বার উপজেলা আ’লীগের সভাপতি নির্বাচিত, ১৯৯২ ও ১৯৯৭ সালে কুমিল্লা (উঃ) জেলা কমিটিতে পর পর দু’র যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত, উক্ত জেলা কমিটিতে ২০১৬সালে সহ-সভাপতি পদে নির্বাচিত এবং আসন কুমিল্লা(উঃ) জেলা কমিটির ত্রীবার্ষিক সমেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব পদে দায়িত্ব পালন করেন।এছাড়াও অসংখ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন সহ ১৯৯৬. ২০০১, ২০০৮, ২০১৪সালের সংসদ নির্বাচনে আ’লীগ থেকে মনোনয়ন প্রাপ্তির প্রত্যাশায় আবেদনও করেছিলেন।বিগত জোট সরকারের আমলে হামলা-মামলা নির্যাতনও ভোগ করেন। গত ৪ ডিসেম্বর নিজ বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে অধ্যক্ষ এম, হুমায়ুন মাহমুদের পক্ষে জোড়ালো সমর্থন জানালেও গত ৬ডিসেম্বর রাজধানীর বাংলামোটরের ১নং ইস্কাটন গার্ডেন রোডের মেসার্স বাবুল ষ্টো’র সামনে গাড়ি পার্কিং নিয়ে দোকান মালিকের সাথে বাগবিতন্ডার ভিডিও ভাইরাল হয়ে যায়, ওই ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বিরোপ প্রতিক্রিয়া সম্পর্কে অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ বলেন, দোকান মালিক কথাকাটা কাটিতে দলকে কটাক্ষ করে কথা বলায় আমি দলের স্বার্থে ক্ষিপ্ত হয়ে কিছু কথা বলি, যা আমাকে হেয় করতে একটি মহল উদ্দেশ্য প্রনোদীতভাবে যা ভাইরাল করেছে তার শুরুটা দেখানো হয়নি শেষ অংশটিই প্রচার করেছে। এতে আমার সাংগঠনিক অবস্থানে প্রভাব ফেলবেনা।
অপর দিকে সাধারন সম্পাদক পদে আরো এক প্রতিদ্বদ্বী আলহাজ রোশন আলী মাষ্টার ২০০৪ সালে জোট সরকারের আমালে হামলা, মামলা, নির্যাতনের মধ্যদিয়ে রাজনীতির মাঠে একজন পরিচিত ব্যাক্তির আসনে সমাসীন হয়েছেন। তিনি বিগত জোট সরকারের আমলে দলকে সুসংগঠিত করতে এবং হামলা- মামলা- নির্যানের শিকার নেতা-কর্মীদের পাশে থেকে সহযোগীতা করেছেন। তিনিও একাধিকবার সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলেন। এসব বিষয়নিয়ে তিনি কুমিল্লা শহরে এক সংবাদ সম্মেলন করেন এবং দলের ত্যাগ, আনুগত বিবেচনায় কুমিল্লা (উঃ) জেলা আ’লীগের সাধারন সম্পাদক নির্বাচনে বিজয় আশা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com