ফ্লোরিডা অঙ্গ রাজ্যের পেনসাকোলায় নৌ ও বিমান বাহিনী ঘাঁটির একজন বন্দুকধারী বেশ কিছু লোকের উপর গুলি চালানোর পর ,তাকে হত্যা করা হয়েছে।
এসকাম্বা এলাকার শেরিফের মুখপাত্রী অ্যাম্বার সাথার্ড এসোসিয়েটেড প্রেসকে বলেছেন এই গুলিচালনাকারী লোকটি এখন মৃত।সংবাদ মাধ্যমগুলো বলছে যে ১০ জনকে আহত অবস্থায় ঐ এলাকার হাসপাতালে নেয়া হয়েছে।
পেনসাকোলার পুলিশের মুখপাত্র মাইক উড এ খবর নিশ্চিত করেছেন যে ঐ সক্রিয় বন্দুকধারীর বিরুদ্ধে আইন প্রয়োগকারিরা পাল্টা ব্যবস্থা নিয়েছে। ঐ ঘাঁটির মুখপাত্র জেসন বর্টস বলেছেন যে ঐ ঘাঁটির দুটি ফটকই এখন বন্ধ করে দেয়া হয়েছে এবং ঘাঁটিটি সম্পুর্ণ বন্ধ রয়েছে।
Leave a Reply