যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা দায়ের রাশিয়ার দুই কুখ্যাত সাইবার অপরাধীর বিরুদ্ধে অভিযোগ করেছে। ঐ অভিযোগে বলা হয় এই দুই সাইবার অপরাধী কয়েক দশক ধরে বিভিন্ন অপরাধ্মুলক কর্মকাণ্ড চালিয়ে আসছে যার ফলে বিশ্বব্যাপী কয়েক হাজার কোটি ডলার লোকসান হয়েছে।
ইয়াকুবেট এবং তুরাশেভ নামক দুই অপরাধীর বিরুদ্ধে পেন্সিল্ভেনিয়া ষড়যন্ত্র, কম্পিউটার হ্যাকিং এবং ক্ষতিকারক সফটওয়্যারের মাধ্যমে কয়েক কোটি ডলার চুরির অভিযোগে অভিযুক্ত করে। ক্ষতিকারক সফটওয়্যারের মাধ্যমে তারা বিশ্বের অনেক মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে অর্থ আত্মসাৎ করেছে।
Leave a Reply