পূর্ব আফগানিস্তানে এক অজ্ঞাত অস্ত্রধারীর গুলীতে পাঁচ সহকর্মী সহ এক জাপানী সহায়তা কর্মী নিহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন নাঙ্গাহার প্রদেশের জালালাবাদে বুধবার সকালে এই গোলাগুলির ঘটনা ঘটে।
প্রাদেশিক সরকারের এক মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে জানান, নিহত ডঃ টেটুস নাকামুরা এবং বেসরকারি সংস্থা জাপান মেডিক্যাল সার্ভিসের অন্যান্য কর্মীরা একটি প্রকল্পের উদ্দেশ্যে যাত্রা করছিলেন যখন তাদের ওপর হামলা হয়।জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে আফগানিস্তানে তার অবদানের জন্য নিহত ডঃ টেটুস নাকামুরার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আফগানিস্তানে জাতিসংঘ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং বিদ্রোহ প্রকাশ করেছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তালিবান জানিয়েছে এই হামলার সঙ্গে তারা জড়িত নয়। প্রত্যক্ষদর্শীরা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছে তিন আক্রমণকারী এই হামলা করার পর পালিয়ে যায়।
Leave a Reply