প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তাঁর আইনজীবীদের কেউই বুধবার হাউসের বিচারবিভাগীয় কমিটির ইমপিচমেন্ট শুনানিতে হাজির হবেন না— রবিবার এমনটাই জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে। চেয়ারম্যান জেরল্ড নাডলারকে লেখা একটি চিঠিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্টের আইনজীবী প্যাট সিপোলোনি বলেছেন, এই শুনানির সব সাক্ষীর নাম জানানো এখনও বাকি। অতিরিক্ত শুনানিতে বিচারবিভাগীয় কমিটি প্রেসিডেন্টকে আদৌ স্বচ্ছ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করবে কি না, তা এখনও অস্পষ্ট। তাই এই রকম একটা পরিস্থিতির মধ্যে বুধবারের শুনানিতে অংশগ্রহণের কোনও রকম ইচ্ছে আমাদের নেই। সিপোলোনির আরও অভিযোগ, ওই শুনানি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বুধবার রাখা হয়েছে। কারণ সকলেই জানে, ওই দিন প্রেসিডেন্ট লন্ডনে ন্যাটোর বৈঠকে ব্যস্ত থাকবেন।
Leave a Reply