ঘূর্ণীঝড়ের ক্ষয়ক্ষতি থেকে রেহাই পেতে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের গ্রামগুলোতে ঢালাও ভাবে ম্যানগ্রোভের চারা লাগানো হচ্ছে।
সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ঘূর্ণীঝড় বুলবুলের তাণ্ডবে মানুষের জীবন ও জীবিকার বিপুল ক্ষতি হয়েছে। এবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকারি উদ্যোগে ওখানকার গ্রামাঞ্চলে প্রচুর ম্যানগ্রোভের চারা লাগানো হচ্ছে। একটি গ্রামেই লাগানো হয়েছে এক লক্ষ চারা। এরকম দশ লক্ষ চারা লাগানো হবে। ঝড়ের দাপট রুখতে এবং ভূমিক্ষয় রোধ করতে ম্যানগ্রোভের জুড়ি নেই। একই সঙ্গে লাগানো হচ্ছে হাজার হাজার নারকেল গাছের চারা। নারকেল বেচে টাকা রোজগার ছাড়াও বজ্রপাত রোধক হিসেবে নারকেল গাছ খুব কাজ দেয়।
গ্রামবাসীদের অর্থের জোগান দিতে বেশ কিছু দামি কাঠের গাছও লাগানো হয়েছে। সুন্দরবনের গোসাবা, বাসন্তী, ক্যানিং, পাথরপ্রতিমা, নামখানা, সাগর ইত্যাদি ব্লক ঝড়ের আঘাতে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত এগুলির ওপরেই বেশি নজর দেওয়া হচ্ছে।
Leave a Reply