মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

চট্টগ্রামে নির্মিত হলো মুক্তিযুদ্ধের নাটক ৭১ তুমি কার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৪.৫০ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

 মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রাজাকার আলবদর বাহিনীর দোষরদের সহায়তায় পাক হানাদার বাহিনী দেশব্যাপি তান্ডব চালিয়ে ছিলো। দেশদ্রোহী বেইমান রাজাকারদের প্রত্যক্ষ সহযোগিতার লাখো মা বোনদের ইজ্জত লুন্ঠিত হয়েছিলো পাক বাহিনীর হাতে। স্বাধীনতার সূর্যোদয়কে তবুও থামিয়ে রাখতে পারেনি পাক হায়নার দল। বাংলার দমাল ছেলেরা জীবন বাজী রেখে ঝাঁপিয়ে পড়েছিলো দেশ রক্ষায়র পবিত্র দায়িত্ব। অবশেষে দেশ স্বাধীন হলো।

রেখে গেলো কিছু স্মৃতি। রেখে গেল পিতাহার সন্তানের চোঁখের জল, ধর্ষিতা রমনীর করুন আর্তনাদ। তেমনি এক গল্প নিয়ে এম এ মান্নান হিমেল এর রচনায় লালন দাশ এর পরিচালনায় নির্মিতব্য নাটক”৭১ তুমি কার” সুটিং শেষে এখন এডিটিং এর টেবিলে। গত ১৩ ডিসেম্বর ২০২০ইং তারিখে চট্টগ্রামের পতেঙ্গার অবস্থীত একটি খামার বাড়ীতে এর সুটিং সম্পুর্ন হয়।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে করেছেনঃ- মোশারফ ভূঁইয়া পলাশ,জুলিয়েট জন টসকানো,আহমেদ কামাল আফতাব, শাহিন চৌধুরী,আর কে রুবেল, আল হসনাত মাসুম সিহাব,সমিরন পাল,রাখাল চন্দ্রগোষ,জসিম উদ্দিন চৌধুরী,খোকন মজুমদার, পারভেজ চৌধুরী, মামুন খান রাহি,অধরা সহ আরো অনেকেই।

চিত্রনাট্য ও সহোযোগিতায় আশরাফুল করিম সৌরভ। এবং এর চিত্রধারন করেছেন প্রান্ত সর্মা। মুক্তিযিদ্ধ ভিত্তিক ভিন্ন ধারার গল্প নিয়ে নির্মিত নাটক ৭১তুমি কার আশাকরি সবার মন জয় করতে সচেষ্ট হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com