আল সামাদ রুবেলঃ মৌসুম বদলে যাচ্ছে। মৌসুমের সাথে সাথে দিন দিন বদলে যাচ্ছে পোশাক এর ধরণ। এই শীতের মৌসুমে মানুষ একটু ভারী কিছু পড়ার চেষ্টা করে যাতে শীত থেকে বাঁচার জন্য। ফ্যাসিনো চলে আসো অনেক বৈচিত্র। শীতের পোশাকের মাধ্যমে দেখা যায় অনেক রকম উষ্ণতা পাওয়া যায় রংয়ের কারুকাজ। বদলে গেছে মৌসুম। বদল প্রতিদিনের পোশাকেও। প্রকৃতির রং স্বাভাবিক উষ্ণতা দেখা দিলেও পোশাক রঙে উৎফুল্ল থাকে। মানুষ একেক সময় একেক রঙের পোশাক পড়ে থাকে। শীতে মানসিক টু বেশি পোশাক পরতে চায়।থেকে বাঁচার জন্য আর তাই শীতকালে পোশাক এর মৌসুম বলাই যায় এক প্রকার।
শীতকে সামনে রেখে অনেক ফ্যাশন হাউসে রীতিমতো নিয়ে এসেছে তাদের বৈচিত্র্যময় পোশাক এবং আকর্ষণীয় ডিজাইন শীতের হুডি জামা জ্যাকেট। তাই এ কর্টেজের ফ্যাশন হাউজ তাদের নিজস্ব ডিজাইনে কিছু পোশাকে নিয়ে এসেছে বাজারে।মতো আকর্ষণীয় ডিজাইন এবং ভাল মানের কিছু কাপড় নিয়ে তারা ইতিমধ্যে অনলাইন বাজার টিকে ধরে ফেলেছে। এ কর্টেজের বৈচিত্র্যময় শাড়ি, হুডি জ্যাকেট টি-শার্ট ইতিমধ্যে কে তাদের মন কেরেছে। এ কর্টেজের ফ্যাশন হাউজের কর্ণধারা বৃষ্টি রহমান বলেন, অন্যান্য মৌসুমের সময় একটি জামা পড়ে থাকে।
শীতের মৌসুমে মানুষ একাধিক জামা পড়ে শীত থেকে বাঁচার জন্য।শীতে মানুষ ফ্যাশনেবল একটু বেশি করে থাকে অন্যান্য মৌসুমের থেকে। তাই আমাদের ফ্যাশন হাউসে এ কর্টেজ নিয়ে এসেছে শীতের মৌসুমে দুপুরের দিকে একটু কম ঠান্ডা থাকে আর রাতের বেলায় ঠান্ডার আমি অনেকখানি বেড়ে যায়। আর তাই এসব শীতের সময় দিনের আড্ডায় অথবা রাতে আমি যে সময় কাপড়ের রং কিছুটা ভিন্নতা দরকার এমনটাই মনে করেন বৃষ্টি রহমান। এ কর্টেজের ডিজাইনার পিউ খান তার মতই, শীতের দুপুরের ছোট কোনো দাওয়াতে গেলে লাল, ম্যাজেন্টা, গোলাপি বা যেকোনো নিয়ন রঙের ডলার, এমব্রয়ডারি বা খারি করা কুর্তা পড়লে ভালো লাগবে। রাত্রি সময় ক্ষেত্রে একটু মোটা বা ভারী সুতি ও হাফ সিল্কের কাপড়ের পোশাক বেশ দৃষ্টিনন্দন ও দর্শন দেখাবে। আর মেয়েদের কে জিনস বা সাদা রঙের খাদির সালোয়ারের সঙ্গে এমন কুর্তা ফ্যাশন ও উষ্ণতা দুই–ই দেবে।’ এমনটাই মনে করেন পিউ খান।
Leave a Reply