বগুড়া জেলায় বীজআলু ব্যতিত হিমাগারে আলু মজুদ না করতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি বাজারে স্বাভাবিক অবস্থা বজায় রাখতে সরকার নির্ধারিত ৩০টাকা কেজি দরে আলু বিক্রি করতে বলা হয়েছে। অন্যথায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আজ শুক্রবার বিকাল তিনটার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের সাথে জেলার আলু ব্যবসায়িদের এক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়।
বগুড়া জেলা প্রশাসনের উদ্যেগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার সনাতান চক্রবর্তি, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপরিচালক শাহাদুজ্জামান, বগুড়া চেম্বার ও আলু ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply