মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি
ইপিজেডে দারুস সালাম মসজিদের পাশ্বে (বন্দরটিলায়) এক যুবক কে ইট দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করেছে। আসামী ইয়াছির আরাফাত(২৬) কে পুলিশে সোর্পাদ্দ করেছে জনতা শেষ খবর খবর পাওয়া পর্যন্ত গুরুতর আহত মিজান তালুকদার(২৮) বর্তমানে চমেক হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলে তার বড় বোন( নারী নেত্রী) ও সংগঠক মিসেস শাহিনুর খানম সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।
তিনি আরো জানাই, নিকটস্থ পুলিশ সদস্য সাজেদ কামালের তাৎক্ষনিক টিম(ইপিজেড) পাঠিয়ে ঘটনা স্থল থেকে আসামী ইয়াছির আরাফাত(২৬)কে অপর পুলিশ (এসআই)শহিদুল ইসলামের নেতৃত্বে আটক করে থানায় আনেন।
০২অক্টোবর শুক্রবার বাদে জুমা পূর্বঘটনার জেরে মিজান একা পেয়ে ইয়াছিরের দল পিছন থেকে ইটি পিঠে.কোমরে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে মাঠিতে লুটে পড়ে। পরে মুসল্লি সহ তার নিকট আত্মীয়রা ধরাধরি করে প্রথমে মা ওশিশু হাসপাতালে ,পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করেন।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাটি সরাসরি পুলিশ কেইজ সিলিপ দিয়ে ইপিজেড থানা হত্যা চেষ্টা মামলা করতে ভিকটিম পরিবার কে বলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।
Leave a Reply