সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন

কর্নফুলিতে পবিত্র আশুরার মাহফিল

  • আপডেট সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২০, ৫.৪৬ পিএম
  • ৬১৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি :  চট্টগ্রাম কর্নফুলিতে মুসবিশ্বের ঐতিহাসিক ও তাৎপর্যপুর্ন মহান সম্মানিত ও মহিমান্বিত দিবস ১০ ই মহরম পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রাম এর কর্নফুলি থানাদিন উত্তর চরলক্ষ্যা সৈইন্যারটেক সৈন্যার বাড়ি শাহী জামে মসজিদে মাহফিলে শোহাদায়ে কারবালা ও মিলাদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যার বাড়ি জামে মসজিদের সাবেক সহ সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সঞ্চালনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্নফুলি উপজেলার সভাপতি জনাব আলহাজ্ব শেখ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সৈন্যার বাড়ি শাহী জামে মসজিদের সাধারণ সম্পাদক জনাব এইচ এম সেকান্দরের উদ্বোধনের মাধ্যমে পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মেহমানে আলা তথা প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এর সম্মানিত চেয়ারম্যান ওস্তাজুল ওলামা শায়খুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী (মুঃজিঃআঃ)মুহাদ্দিস সোবহানীয়া আলীয়া মাদ্রসা চট্টগ্রাম বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন খতিব ও যুগ্ন আহবায়ক -সৈন্যার বাড়ি শাহী জামে মসজিদ, চরলক্ষ্যা,কর্নফুলি,চট্টগ্রাম।

বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আলকাদেরী। প্রধান অতিথি জনাব আলহাজ্ব মোহাম্মদ আলী চেয়ারম্যান চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি জনাব আলহাজ্ব মোহাম্মদ সাইদুল হক সাবেক সভাপতি সৈন্যার বাড়ি শাহী জামে মসজিদ।বিশেষ অতিথি জনাব আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন হায়দার অর্থ সসম্পাদক সৈন্যার বাড়ি শাহী জামে মসজিদ।বিশেষ অতিথি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আব্দুস সোবহান।

বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনছার হোসেন।সভাপতি ঈদেমিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি, সৈন্যার বাড়ি শাহী জামে মসজিদ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলমগীর, উপদেষ্টা ইসলামিক হিলফুল ফুজুল সংগঠন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শামসুল আলম সভাপতি গাউসিয়া কমিটি সৈন্যার বাড়ি জামে মসজিদ শাখা চট্টগ্রাম এর বিশিষ্ট তরুণ সাংবাদিক ও মানবাধিকার নেতা ছিদ্দিক আহমদ আতিক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com