গতকাল মঙ্গলবার আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়, বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি। নতুন মৌসুমেই ক্লাব ছাড়তে চান আর্জেন্টাইন তারকা। ব্যুরো ফ্যাক্সের (প্রত্যায়িত পত্র) মাধ্যমে বার্সাকে মেসি জানিয়েছেন বলে জানায় টিওয়াইসি স্পোর্টস।লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন চলছিল।
এবার সত্যি সত্যি দুঃসংবাদ এলো বার্সা শিবিরে। নতুন মৌসুমে কাতালান ক্লাবটিতে থাকতে চান না আর্জেন্টাইন তারকা। ক্লাব ছাড়ার কথা নিজেই জানিয়ে দিলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।
মেসির বার্সা ছাড়ার সিদ্ধান্তের ব্যাপারে স্প্যানিশ রেডিও ‘ওন্দাচেরো’র ক্রীড়া বিভাগের প্রধান আলফ্রেডো মার্টিনেজ এক টুইট বার্তায় বলেন, ‘বার্সা সমর্থকদের জন্য আজকের দিনটা খুব দুঃখের। লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন, তিনি আর বার্সায় থাকতে চান না। ২৯ বছর পেশাদার স্কোয়াডে থাকার পর ইতিহাসের সেরা খেলোয়াড়টি চলে যেতে চান।
অবশ্য চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারার পরই মেসির বার্সা ছাড়ার কথা ওঠে। নতুন কোচ রোনাল্ড কোম্যান এসেও সেই গুঞ্জনে জল ঢালতে পারেননি। শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন আর্জেন্টাইন তারকা।
এদিকে মেসির দলবদলের ক্ষেত্রেও বেশ জটিলতা আছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। চুক্তিপত্র অনুযায়ী, গত ১০ জুনের মধ্যে মেসি তাঁর ইচ্ছার কথা জানালে তিনি বিনা ফিতে ক্লাব ছাড়ার সুযোগ পেতেন। তবে করোনার কারণে মৌসুম পেছানোর কারণে এই শর্তের কার্যকারিতা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হবে।
Leave a Reply