বিনোদন প্রতিবেদক : বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মধ্যে দেখা মিললেও দীর্ঘ ১৪ বছর চলচ্চিত্রের ক্যামেরা থেকে দূরে ছিলেন একসময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী রোজিনা। এবার সরকারি অনুদানের ছবি দিয়ে আবার ফিরছেন তিনি। ছবির নাম ‘ফিরে দেখা’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি এতে আরো তিনটি ভূমিকা, কাহিনীকার, পরিচালক ও প্রযোজক হিসেবেও পাওয়া যাবে তাকে।
বিষয়টি নিশ্চিত করলেন এই তারকা নিজেই। রোজিনা বললেন, ‘অভিনয় করেই মানুষের ভালোবাসা অর্জন করেছি।
তাই এটাই আমাকে সবচেয়ে টানে। নতুন এ ছবির গল্পটা আমার নানাবাড়ি গোয়ালন্দ ও দাদাবাড়ি রাজবাড়ীর। সেখানকার মুক্তিযুদ্ধের ঘটনা উঠে আসবে। তাই ছবিটির গল্প ও পরিচালনাটাও আমি করছি।’ জানান, এর কেন্দ্রীয় চরিত্র বকুল হিসেবে থাকছেন তিনি।
এ ছাড়া এতে আরো চার-পাঁচজন মুখ্য ভূমিকায় থাকবেন। ‘চরিত্রগুলোর জন্য অল্টারনেটিভ বেশ কয়েকজনের নাম প্রস্তাব দিয়ে রেখেছি। আসলে করোনা প্রকোপ না কমলে শুটিং করা বা চরিত্র চূড়ান্ত করা মুশকিল।
কারণ, অনেকে হয়তো এমন সময়ে কাজ করবেন না। আবার এখন কতটা সতর্কভাবে কাজ করতে পারব সেটাও বিষয় বললেন এই তারকা। ১৯৭৮ সালে এফ কবির চৌধুরী পরিচালিত ‘রাজমহল’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় রোজিনার। তার অভিনীত বেশির ভাগ চলচ্চিত্র ব্যবসাসফল হয়।
এর মধ্যে রয়েছে, চোখের মণি, সুখের সংসার, সাহেব, তাসের ঘর, হাসু আমার হাসু, হিসাব চাই, বন্ধু আমার, কসাই, জীবনধারা, সুলতানা ডাকু, মানসী, জনতা এক্সপ্রেস, অবিচার, দোলনা, দিনকাল, রসের বাইদানী, জীবনধারা, রূপবান, আলোমতি প্রেমকুমার, হুর-এ-আরব প্রভৃতি। সর্বশেষ ২০০৬ সালে মতিন রহমান পরিচালিত ‘রাক্ষুসী’ সিনেমায় অভিনয় করেন রোজিনা। এরপর আবারো ছবির কাজে ফিরছেন এই শিল্পী।
Leave a Reply