সুজন পাল,নোয়াখালী প্রতিনিধিঃ আজ শনিবার নোয়াখালীতে করোনা ভাইরাসে আরও ৬৭ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যু-৩৫ জন ও আক্রান্ত -১৩১৪ জন ও সুস্থ হয়েছেন ৩০৯ জন। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৫৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৯৭০ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। নোয়াখালীর করোনা আক্রান্তের সংখ্যা উপজেলাভিত্তিক তথ্য: বেগমগঞ্জে সর্বোচ্চ- ৫১২ জন,সদরে-৮০১জন, চাটখিলে-৯০জন, সোনাইমুড়ীতে-৭৪জন, কবিরহাটে-৯৬জন, কোম্পানীগঞ্জে-১৭ জন, সেনবাগে-৭৫ জন, হাতিয়া-১০ জন ও সুবর্ণচরে-৩৯ জনসহ মোট জেলায়- ১৩১৪ জন আক্রান্ত। করোনার হটস্পট নোয়াখালীর সদর ও বেগমগঞ্জে ৯ই জুন থেকে ২৩ জুন পর্যন্ত দুই উপজেলায় লকডাউন পালিত হচ্ছে।দুইটি উপজেলার প্রবেশ মুখে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।কিন্তুু স্থানীয় লোকজন নানা অজুহাত দেখিয়ে পুলিশের চেকপোস্টের বাধা অমান্য করে এলাকা থেকে বের হচ্ছে এবং ভেতরে প্রবেশ করছেন।সড়কে প্রবেশমুখে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটে ও সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। এ সময় তারা হ্যাড মাইক দিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করেন।
Leave a Reply