দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা সেদেশে করোনা ভাইরাস নুতন সংক্রমণের সর্বোচ্চ সংখ্যার কথা জানিয়েছেন। দেশটিতে সবে মাত্র নিষেধাজ্ঞা শিথিল করা হলে বার,রেস্তোরা ও নাইট ক্লাব খুলে দেয়া হয়েছিল । দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, ৪০টি নুতন সংক্রমণের ৩৭টি ছিল নাইট ক্লাব ফেরত লোকজনদের কাছ থেকে আসা এবং বাকি ৩জন বিদেশ থেকে সংক্রমণ বয়ে আনেন।
কর্তৃপক্ষ এখন নাইট ক্লাব, কারাওকে রুম ও ই-কমার্স ওয়ার হাউসের ওপর কড়া নজর রাখছেন ।দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসে সর্বমোট ২৬৯জন সংক্রমণে প্রাণ হারিয়েছেন।
Leave a Reply