সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

ছিনতাই করে পালানোর সময় রাজধানীর মতিঝিল থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২০, ১.৩৭ পিএম
  • ৪৯৯ বার পড়া হয়েছে

মোঃ মামুনুর রহমান খানঃ গতকাল রাজধানীর গুলিস্তান এলাকার মহানগর নাট্যমঞ্চের মেইন গেটের সামনে দিয়ে জনৈক ব্যবসায়ী আব্দুল মালেক ও তার সাথে থাকা মোঃ বাদশা রিক্সাযোগে মতিঝিলের আরামবাগ থেকে ব্যবসায়িক কাজে পুরনো ঢাকায় যাওয়ার পথে আচমকা ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা অন্য একটি রিকশাযোগে আব্দুল মালেকের রিক্সা জোরপূর্বক গতিরোধ করে তাদের কাছে থাকা অস্ত্র দেখিয়ে ভীতি প্রদান করে আব্দুল মালেক এর পকেটে থাকা ৯০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা সেখান থেকে পালিয়ে মতিঝিলের দিকে যেতে থাকলে আব্দুল মালেক ও তার সাথে থাকা সঙ্গী সহ রিক্সা নিয়ে চিৎকার করতে করতে তাদের পিছে ছুটতে থাকেন এবং সেসময়ে মতিঝিল মার্কেনটাইল ব্যাংক দিলকুশা শাখার সামনে মতিঝিল থানার টহলরত পুলিশকে দেখতে পেয়ে মতিঝিল থানার পুলিশের এস‌আই মোঃ আব্দুর রাজ্জাক কে বিষয়টি জানিয়ে ছিনতাইকারীর রিক্সাটি দেখিয়ে দিলে এসআই মোঃ আব্দুর রাজ্জাক তার সঙ্গে থাকা ফোর্সসহ দ্রুত গাড়ি যোগে ছিনতাইকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে পুলিশ সাধারণ বীমা ভবনের সামনের পাকা রাস্তার থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ সময় পল্টন মডেল থানার পুলিশ খবর পেয়ে টহলরত এসআই মোঃ কামরুল হাসান এর নেতৃত্বে ঘটনা স্হলে হাজির হয়ে আসামীদ্বয়কে নিজ হেফাজতে নিয়ে তল্লাশি করে আসামিদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করেন। এবং উদ্ধারকৃত মালামাল জব্দ করেন। উল্লেখ্য এ সময় তাদের সাথে থাকা অজ্ঞাত নামা আর‌ও দুজন ছিনতাইকারী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর একজনের নাম মোহাম্মদ সোহেল (২৫) পিতা নাসির মিয়া, এবং দ্বিতীয় জনের নাম মোহাম্মদ জুয়েল মিয়া ওরফে সাগর। পিতা মমতাজ উদ্দিন ওরফে কবির। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করে। এ সংবাদ লেখা পর্যন্ত পল্টন মডেল থানায় ছিনতাইয়ের বিষয়ে মামলা রুজু করা প্রক্রিয়াধীন ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com