অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করতে ও মার্কেটে কেনাকাটায় সতর্কতা অবলম্বনে লিফলেট বিতরণ ও মাইকিং করেছে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া। সোমবার দুপুরে লক্ষ্মীপুর বাজারে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় তিনি ক্রেতা ও বিক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
যার মধ্যে রয়েছে, দোকানের আয়তন অনুসারে লোকজন প্রবেশের ক্ষেত্রে যাতে দুরত্ব বজায় থাকে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে, আগত ক্রেতা ও বিক্রেতাকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, ১৪বছরের কোন বাচ্চাকে মার্কেটে আনা যাবে না, দোকানের সামনে হাত মুখ ধোয়ার সু-ব্যবস্থা করতে হবে, বড় কড় মার্কের প্রবেশ পথে জীবাণুনাশক ট্যানেল তৈরি করতে হবে, দোকানের সামনে কোন যানবাহন রাখা যাবে না, বিকাল ৪টার মধ্যে দোকান অবশ্যই বন্ধ করতে হবে।
Leave a Reply